Advertisment
Presenting Partner
Desktop GIF

রূপান্তরকাম সাইকো কিলারের চরিত্রে নওয়াজউদ্দিন, পয়লা ঝলকেই আগুন ধরালেন, দেখুন

কোন ছবিতে এমন ভূমিকায় ধরা দেবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Nawazuddin Siddiqui, Tiger Shroff, Heropanti 2, নওয়াজউদ্দিন সিদ্দিকি, হিরোপন্তি ২, টাইগার শ্রফ, bengali news today

নওয়াজউদ্দিন সিদ্দিকি

ঠোঁটে লিপস্টিক। চোখে কাজল। আঙুলে পরনে একাধিক আংটি। চলন-বলনেও নারীসুলভ ভাব। নামও 'লায়লা'। এ কোন নওয়াজউদ্দিন সিদ্দিকি? একনজরে দেখে চেনা দায়! নতুন ছবিতে এমন অবতারেই দেখা যাবে অভিনেতাকে।

Advertisment

কোন ছবিতে? খোলসা করেই বলা যাক তাহলে। সম্প্রতি মুক্তি পেয়েছে 'হিরোপন্তি ২' সিনেমার ট্রেলার। মুখ্য চরিত্রে টাইগার শ্রফ। রয়েছেন নওয়াজউদ্দিনও। আর সেই সিনেমার পয়লা ঝলকেই যেন নেটদুনিয়ায় আগুন ধরালেন অভিনেতা। 'হিরোপন্তি'র সিক্যুয়েলে সাইকো কিলারের চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। পেশায় জাদুকর হলেও অন্ধকার জগতের কুখ্যাত অপরাধী লায়লা। সাইবার ক্রাইম জগতে ডাকাবুকো লোক সে। ট্রেলারেই নওয়াজকে বলতে শোনা যায়, "আমাকে মেরে ফেলবে তো জাদু কে দেখাবে?" শুধু তাই নয়, তাকে অনায়াসেই খুনও করতে দেখা যায়।

আর সেই লায়লাকে জব্দ করতেই ময়দানে নামে বাবলু ওরফে টাইগার। তিনিও কম যান না। বাবলু কম্পিউটার জিনিয়াস। লায়লার অপরাধ থামাতে তাকেই ডেকে পাঠান পুলিশ আধিকারিকরা। এরপরই গল্পের মোড় ঘোরে। তবে বিশেষভাবে উল্লেখ্য, নওয়াজকে এর আগে কোনও ছবিতে এমন খলনায়কের ভূমিকায় দেখা যায়নি। 'হিরোপন্তি ২'তে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও টাইগার শ্রফ ছাড়াও অভিনয় করেছেন তারা সুতারিয়া।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tiger shroff Nawazuddin Siddiqui bollywood Heropanti 2 Entertainment News
Advertisment