scorecardresearch

‘বজরঙ্গি ভাইজানের সংলাপ নিয়ে সলমন যা করেছিলেন…’ সেদিনের অভিজ্ঞতা ভোলেননি নওয়াজ!

নওয়াজের সঙ্গে কী এমন করেছিলেন ভাইজান, যে আজও সব পুঙ্খানুপুঙ্খ মনে রয়েছে তাঁর?

salman khan, shah rukh khan, nawazuddin siddiqui, bajrangi bhaijaan, nawazuddin, salman khan bolywood, nawazuddin siddiqui bollywood news, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর
নওয়াজ এর সঙ্গে কী করেছিলেন তিনি?

বড় স্টারদের সঙ্গে কাজ সিনেমায় কাজ করার ইচ্ছে থাকে না এমন তারকা খুব কমই আছেন। বিশেষ করে, শাহরুখ, সলমনের সঙ্গে কাজের ইচ্ছেও থাকে ভরপুর। তবে, তাতে অনেককে বেজায় সমস্যাও পোহাতে হয়। কখনও স্ক্রিন টাইম কমে যায় আবার কখনও এডিট হয়ে যায় অনেক অংশ। কিন্তু, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি কিন্তু এসবের উর্ধ্বে। অভিনেতাকে কোনোদিন এসবের শিকার হতে হয় নি।

শাহরুখ যখন অভিনেতা তখন এক মানুষ, কিন্তু শাহরুখ যখন প্রযোজক তখন একদম ভিন্য মানুষ। সলমনের ক্ষেত্রেও একই গল্প। দুজনের সঙ্গেই কাজ করেছেন নওয়াজ। তবে, নিজের চরিত্র অথবা স্ক্রিন টাইম নিয়ে কোনোদিন একটুও অসুবিধা হয়নি তাঁর। উল্টে, তাদের প্রশংসা করেছেন নওয়াজ। সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি বলেন, “আমি অনেক কমার্শিয়াল ছবি করেছি। কিন্তু তাতে আমার স্ক্রিন টাইম কমে যায় নি। যতটা শুট করেছি, ততটাই রাখা হয়েছে ছবিতে”।

সলমনের সঙ্গে বজরঙ্গী ভাইজান এবং শাহরুখের সঙ্গে রইস… কখনও বেজায় মজাদার চরিত্র করেছেন আবার কখনও ভিলেনের চরিত্র। অভিনেতা জানিয়েছেন, এইধরনের সমস্যা তাঁর কোনোদিন হয়নি। সিনেমার প্রয়োজনে তাঁকে সঠিকভাবেই রাখা হয়েছিল। তাঁর কথায়, “আমি সলমন, শাহরুখ সবার সঙ্গেই কাজ করেছি। যতটা কাজ করেছিলাম, ঠিক ততটাই রাখা হয়েছিল সিনেমায়। একটা দৃশ্যও এদিক থেকে ওদিক হয় নি। বরং বজরঙ্গী ভাইজান করার সময় সলমন ভাই আমায় উনার লাইন দিয়ে দিতেন। এটা শুটিং চলাকালীন হয়েছে। আমি অনেককিছু পেয়েছি তাঁদের থেকে”।

এর আগেও কপিল শর্মার শোয়ে জানিয়েছিলেন নওয়াজ যে শাহরুখ না বরং সলমনের সঙ্গে কাজ করতেই তাঁর বেশি মজা লাগে। তবে, এবার মুখ খুলেছেন তিনি। শাহরুখ, রিহার্সাল করতে থাকেন। যাতে শট নেওয়ার সময় ভুল না হয়। নওয়াজ বলেন, “আমি যখন শাহরুখ ভাইয়ের সঙ্গে কাজ করছিলাম, তখন মনে হচ্ছিল, উনি যেহেতু থিয়েটার করেছেন উনি খুব পারফেক্টশনিস্ট। কিন্তু, সলমন একটা সিন একবার অভিনয় করেন”।

উল্লেখ্য, বর্তমানে বেশ ব্যস্ত তিনি। শুধু তাই নয়, ট্রান্সজেন্ডার চরিত্রে তিনি অভিনয় করছেন। সেই লুক প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছিল। কঙ্গনার সঙ্গেও অভিনয় শেষ করেছেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Nawazuddin siddiqui shared never faced problems with big star