বাড়িতে নেই স্ত্রী, দুবাইয়ে পরিচারিকাকে আটকে রেখেছেন নওয়াজ! কান্নার ভিডিও তরুণীর

'মারাত্মক' অভিযোগ নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে!

'মারাত্মক' অভিযোগ নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Nawazuddin Siddiqui, Nawazuddin Siddiqui news, Nawazuddin Siddiqui ex wife, Nawazuddin Siddiqui wife, Nawazuddin Siddiqui 100 cr defamation case, নওয়াজউদ্দিন সিদ্দিকি, আলিয়া, নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী, বলিউডের খবর

নওয়াজউদ্দিন সিদ্দিকি

এযাবৎকাল স্ত্রী আলিয়া সিদ্দিকির মুখেই নওয়াজউদ্দিনের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ শোনা গিয়েছিল। নওয়াজ-আলিয়ার বৈবাহিক সম্পর্কে বছর দুয়েক আগেই ফাটল ধরেছে। সংসার ছেড়ে সন্তানদের নিয়ে অন্য বাড়িতে ভাড়া থাকেন বলিউড অভিনেতার স্ত্রী আলিয়া। এবার কিনা কেঁদে-কেটে নওয়াজউদ্দিনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন তাঁর পরিচারিকা। ফাঁস করলেন বড়সড় তথ্য।

Advertisment

দুবাইয়ে পরিচারিকাকে আটকে রেখেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ভিডিও করে কাঁদতে কাঁদতে বললেন ওই তরুণী। টাকা-পয়সা নেই, নেই খাবার। এমনকী কারও মুখ পর্যন্ত দেখতে পারছেন না ওই পরিচারিকা। তাঁর দাবি, ভিসার মূল্য চোকানোর অজুহাতে প্রথম মাসের পারিশ্রমিক ছাড়া কোনও টাকাপয়সাই তাকে দেওয়া হয়নি। এখানেই অবশ্য শেষ নয়!

জানা গিয়েছে, এক অজ্ঞাতনামা সংস্থার সেলস ম্যানেজার পদের জন্য তাঁকে দুবাইতে নিয়ে গিয়েছিলেন নওয়াজউদ্দিন। তবে সেকাজের পরিবর্তে আলিয়া ও দুই সন্তানের দেখভাল করতে হত ওই তরুণীকে। তবে, দুবাইতে কোনওরকম টাকা-পয়সা কিংবা খাবার ছাড়াই পরিচারিকাকে বাড়িতে একা ফেলে মুম্বইতে চলে গিয়েছেন তাঁরা। এই মর্মেই এক ভিডিও পোস্ট করেন অভিনেতার পরিচারিকা।

<আরও পড়ুন: ‘এই বিয়ে অবৈধ! স্বরা ভাস্করকে ইসলাম কবুল করতে হবে..’ ভয়ঙ্কর হুমকি জামাত প্রধানের>

Advertisment

ওই তরুণীর কাতর আর্জি, "টাকাপয়সা কিচ্ছু চাই না। দেশে ফিরে শুধু পরিবারের মুখ দেখতে চাই।" তরুণীর ওই ভিডিও পোস্ট করেই নওয়াজের স্ত্রী আলিয়ার আইনজীবী বিস্ফোরক অভিযোগ এনেছেন বলিউড অভিনেতার বিরুদ্ধে। পরিচারিকাকে বিদেশ থেকে ভারত ফিরিয়ে আনার আবেদনও জানান তিনি। শুধু তাই নয়, নওয়াজউদ্দিনকে প্রাপ্ত বেতন দেওয়ার কথাও বলেন আলিয়ার আইনজীবী। তবে পরিচারিকার ওই কাঁদো-কাঁদো ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায়।

ব্যক্তিগতজীবন নিয়ে কম তরজা হয়নি নওয়াজউদ্দিন সিদ্দিকির। স্ত্রীয়ের পর এবার পরিচারিকাও বিস্ফোরক অভিযোগ আনলেন বলিউড অভিনেতার বিরুদ্ধে। যার জেরে আটকে গিয়েছে নওয়াজের পরবর্তী সিনেমার রিলিজও। তবে ইতিমধ্যেই পরিচারিকাকে দুবাই থেকে ভারতে ফেরানোর ব্যবস্থা করেছেন অভিনেতা।

bollywood Nawazuddin Siddiqui Entertainment News Bollywood News