/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/nayan-1.jpg)
কী বলছেন নয়ন?
নয়নতারা এবং অ্যাটলির মধ্যে মনোমালিন্য নাকি চূড়ান্ত মোড় নিয়েছে। দীপিকার কারণেই অভিনেত্রী সাইডলাইনে। জওয়ান ছবির পরই শাহরুখের সঙ্গে রীতিমতো গন্ডগোল। শুধু তাই নয়, অভিনেত্রী নাকি এবার বলিউডেও কাজ করতে গেলে দুবার ভাববেন!
জওয়ান ছবির স্ক্রিনিং এর সময়েও বেশ অল্প সময়ের জন্য গিয়েছিলেন। সাকসেস পার্টি উপলক্ষে তাঁকে দেখা যায় নি। বরং শাহরুখের পাশের আসনে দীপিকা স্থান পেয়েছিলেন। সেকারণেই, নাকি নয়নতারা রেগে আগুন। তাঁর চরিত্রকে গুরুত্ব না দিয়ে দীপিকাকে নিয়ে বাড়াবাড়ি হয়েছে। সেই নিয়েও জলঘোলা হয়েছে। তবে, সমস্ত ঘটনা নাকি নস্যাৎ করেছেন নয়ন?
আরও পড়ুন - ‘ওর জন্য কি না করেছি…’, সায়ন্তিকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝেই আক্ষেপ জায়েদ খানের
দুদিন আগে, আম্বানিদের গণপতি উৎসবে বরকে সঙ্গে নিয়েই হাজির হয়েছিলেন নয়ন। এমনকি, অ্যাটলির জন্মদিনেও নয়ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তাঁর সাফল্য কামনা করেছিলেন অভিনেত্রী। সুতরাং একথা পরিষ্কার যে অভিনেত্রীর বিরুদ্ধে আনা বক্তব্য একেবারেই গুজব। নর্মদা রাইয়ের ভূমিকায় তিনি নিদারুণ জনপ্রিয়তা পেয়েছেন। তাও, বেশিরভাগের এমনই দাবি, নয়ন নিজের চরিত্রের মত জায়গা পাননি।
প্রসঙ্গত, অ্যাটলি এবং শাহরুখের প্রতি কোনও রাগ নেই নয়নতারার। অভিনেত্রী নাকি জানিয়েছেন, কোনওরকম ভুয়ো খবর রটানো হলে তিনি আইনত পদক্ষেপ নেবেন। অভিনেত্রীর ফ্যান ক্লাবের তরফেই এহেন কথা জানানো হয়েছে। কোনরকম মনোমালিন্যকর কথা বার্তা তিন পছন্দ করবেন না।