সন্তানসুখ সর্বোতই উপভোগ করেন যে কোনও মা। নয়নতারার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। বিয়ের চার মাসের মধ্যেই সুখবর দিলেন অভিনেত্রী। মা হয়েছেন তিনি। তবে সাত পাকে বাঁধা পড়ার চার মাসের মধ্যেই কীভাবে সন্তান হওয়া সম্ভব? প্রশ্ন ছুঁড়েছিল তামিলনাড়ু সরকার। আইনি জটিলতাতেও পড়তে হয়েছে দক্ষিণী নায়িকাকে। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন নয়নতারা।
Advertisment
'কৈফিয়ত' দিলেন তামিলনাড়ু সরকারকে। সারোগেসির মাধ্যমে মা হয়েছেন দক্ষিণী নায়িকা। ভিগ্নেশের সঙ্গে গত ৬ বছর আগেই রেজিস্ট্রি বিয়ে সেরে ফেলেছিলেন তিনি। যার আইনি তথ্যপ্রমাণও ভিগ্নেশ-নয়নতারা জমা দিয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্য মন্ত্রকে। সেখানে স্পষ্ট লেখা যে, চলতি বছরের জুন মাসে ছাদনাতলায় বসলেও বছর বছর ছয়েক আগেই তাঁরা রেজিস্ট্রি বিয়ে করেছেন। অতঃপর তাঁরা যে কোনওরকম বেআইনি কাজ করেননি, সেটাই জানান সরকারকে।
প্রসঙ্গত, ৯ অক্টোবর যমজ সন্তানের কথা প্রকাশ্যে আনেন দক্ষিনী তারকা দম্পতি নয়নতারা এবং ভিগ্নেশ। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, "আমরা বাবা-মা হয়েছি। দুই পুত্রসন্তান হয়েছে আমাদের। আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ যে আমরা এই উপহার পেয়েছি। আপনাদের সকলের আশীর্বাদ কাম্য।" দুই সন্তানের নামও প্রকাশ্যে আনেন তাঁরা - উইরি এবং উলাগাম। বাবা-মা দুজনেই খুশি। তবে বাদ সাধে তামলনাড়ু সরকার। খবর জানা মাত্রই সারোগেসির নিয়ম দেখার নির্দেশ দেন। সেখানে সাফ লেখা বিয়ের ৫ বছর হলেই দম্পতিরা সারোগেটেড সন্তান নিতে পারেন।
এখানেই অবশ্য শেষ নয়। সারোগেট সন্তান নিয়েছন তাঁদরই এক আত্মীয়ার সাহায্যে। যিনি সংযুক্ত আরব আমিরশাহীতে থাকেন, একথাও জানান নয়নতারা।