অভিনেত্রী নয়নতারার হলটা কী? তিনি সমাজ মাধ্যমে এমন কিছু পোষ্ট কেন করলেন, যাতে করে তাঁকে নিয়ে এত আলোচনা? দক্ষিণী অভিনেত্রী শেষ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন। কারণ, তিনি ধনুষের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন।
ধনুষ, যিনি কিছুদিন আগেই ঐশ্বর্যর সঙ্গে তাঁর বিচ্ছেদের ঘোষণা করেছেন, তাঁর সঙ্গে কিছুদিন আগেই নয়নতারা মৌখিক বাক বিতন্ডার সঙ্গে সঙ্গে আইনি সংঘর্ষের মুখোমুখি হতে হয়। নয়নতারা তাঁর নেটফ্লিক্স কনটেন্টের জন্য বেশ কয়েকবার ধনুষের সামনে হাত পেতেছিলেন। তাঁর সঙ্গে অনেকবার কথপোকথনের চেষ্টা পর্যন্ত করেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। পরবর্তীতে, যখন তিনি তাঁকে পরোয়া না করেই এমন একটি তিন সেকেন্ডের ক্লিপ ব্যবহার করেন, যেটি ধনুষের ছবির সঙ্গে জড়িয়ে আছে, তখন তাঁর তরফে আইনি নোটিশ যায়।
ধনুষের কিছুদিন আগেই তাঁর স্ত্রী ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে ডিভোর্স হয়েছে। ১৮ বছর সংসার করার পর, তাঁরা আইনত আলাদা হয়েছেন। ফলে, রহমানের পর তেলেগু ইন্ডাস্ট্রির আরেক স্বনামধন্য ব্যক্তির ডিভোর্স হয়েছে। বিচ্ছেদের মামলা চলছিল অনেকদিন, অবশেষে তাঁরা আলাদা হয়েছেন। আর সেই ঘটনার পরপরই অভিনেত্রী নয়নতারা, সমাজ মাধ্যমে একটি এমন পোস্ট করেছেন, যেটি অনেকেই ভেবে নিয়েছেন, যে হয়তো বা এটি ধনুষের উদ্দেশ্যেই লিখেছেন।
নয়নতারার ক্রীপটিক পোস্ট উল্লেখ করছে, তিনি এমন কিছুই লিখেছেন, যার অর্থ জীবনে সবকিছু ফিরে আসবেই। আসলে, নয়ন একটি পোস্ট শেয়ার করেছেন। যাতে লেখা, "তুমি যখন কারওর জীবনে মিথ্যে দিয়ে ধ্বংস করো, তখন এটাকে লোন হিসেবে নাও। এটা, তোমার জীবনে সুদ হিসেবে ফেরত আসবে।" আর বেশিরভাগ ধরে নিয়েছেন নয়ন এটি ধনুশের উদ্দেশ্যেই বলেছেন। কারণ, তাঁর জীবনে মিথ্যের মাধ্যমে তিনি অনেককিছু করেছেন শেষ কিছুদিনে।
কিন্তু, আদৌ কাকে উদ্দেশ্য করে তিনি একথা বলেছেন সেটি নিজেও পরিষ্কার করে জানাননি। ধনুশ নিজেই সম্পর্কের ইতি ঘটিয়ে নতুন শুরু করেছেন। এবং আসন্ন বেশ অনেকগুলি ছবিতে তাঁকে দেখা যাবে।