মাদককাণ্ডে বড়সড় সাফল্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর। দীর্ঘদিন ধরে পলাতক থাকা মাদকচক্রের মূল পাণ্ডা মহাকালকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, এই ব্যক্তিই রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) ও তাঁর ভাই সৌহিক চক্রবর্তীকে মাদক পাচার করত।
উল্লেখ্য, মাদক পাচারকারীদের খোঁজে ফের জোর তল্লাসি শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মঙ্গলবার রাতেই মুম্বইয়ের লোখাণ্ডওয়ালা এলাকায় জোর তল্লাশি অভিযান চালান এনসিবির আধিকারিকরা। এরপরই বুধবার সকালবেলা সেখান থেকে গ্রেফতার করা হয় রিগাল মহাকাল নামে এক ব্যক্তিকে। সেই ব্যক্তিই অনুজ কেশওয়ানি নামে আরেক ব্যক্তিকে মাদক পাচার করতেন। আর সেই কেশওয়ানির কাছ থেকেই মাদক যেত রিয়া ও তাঁর ভাই সৌহিকের কাছে। আজ অর্থাৎ বুধবারই রিগাল মহাকালকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
এদিকে বুধবারই নারকোটিক ড্রাগ এবং সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্টের আওতায় মুম্বইয়ের বিশেষ আদালত জানিয়ে দিয়েছে যে, রিয়ার ভাই সৌহিকের ক্ষেত্রে মাদক পাচার কিংবা বেআইনি লেনদেনমূলক চার্জ কোনওমতেই গ্রাহ্য হবে না। উল্লেখ্য়, সৌহিক এর আগে মাদকচক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মাস তিনেক জেলে ছিলেন।
লোখাণ্ডওয়ালা থেকে গ্রেফতার হওয়া ওই মাদকচক্রীর সঙ্গে বলিউডের আরও অনেক তারকার সঙ্গে যোগ ছিল বলে মনে করছেন অনেকে। এর আগে কেশওয়ানিকে গ্রেফতার করেছিল এনসিবি। এবার সেই ড্রাগ-চক্রের মাথা রিগাল মহাকালকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রসঙ্গত, এর আগে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুতদন্তে মাদকসূত্র ধরেই আবদুল বসিত, জেইদ ভিলাত্রা, দীপেশ সাওয়ান্ত, স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করা হয়েছিল।
উল্লেখ্য, সুশান্ত মৃত্যুতে ড্রাগ অ্যাঙ্গেল কেসে রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌহিক গ্রেফতার হলেও তাঁরা দুজনেই আপাতত জামিনে মুক্ত। তবে স্যামুয়েল ও দীপেশ এখনও জেলেই রয়েছেন।