scorecardresearch

মাদককাণ্ডে আরও বিপাকে দীপিকারা! অভিনেত্রীদের মোবাইল ঘাঁটবে NCB

শনিবারই জেরা করার সময় প্রত্যেকের মোবাইল বাজেয়াপ্ত করেছে এনসিবি।

মাদককাণ্ডে আরও বিপাকে দীপিকারা! অভিনেত্রীদের মোবাইল ঘাঁটবে NCB
দীপিকা পাডুকোন-শ্রদ্ধা কাপুর-সারা আলি খান

আরও বিপাকে দীপিকা পাডুকোন-শ্রদ্ধা কাপুর ও সারা আলি খানরা। সুশান্ত মৃত্যুতে মাদকযোগের তদন্তে তিনজনকেই জেরা করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। এবার রিয়া চক্রবর্তীর মতো ওই তিনজনের বাজেয়াপ্ত করা মোবাইল ফোন ঘেঁটে তথ্য বের করতে চান গোয়েন্দারা। শনিবার জেরা করার সময় তিনজনেরই মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এনসিবি। ওইদিন দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকেও জেরা করেন গোয়েন্দারা। তাঁর ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।

এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “অভিনেত্রীদের মোবাইল ফোন আমরা বাজেয়াপ্ত করেছি। আইন মাফিক প্রত্যেকের মোবাইলের তথ্য বের করা হবে।” সূত্রের খবর, অভিনেত্রীদের বয়ানের সঙ্গে তাঁদের চ্যাট রেকর্ড মিলিয়ে দেখতেই এই পদক্ষেপ গোয়েন্দাদের। তাঁরা খতিয়ে দেখবেন, জেরার আগে কোনওরকম চ্যাট ডিলিট করা হয়েছে কি না। মোবাইল ফোনগুলির ফরেনসিক ক্লোনিংয়ের মাধ্যমে ডিলিট করে দেওয়া মেসেজ পুনরুদ্ধারের চেষ্টা করবেন গোয়েন্দারা। সেই তথ্য আদালতে প্রমাণ স্বরূপ দাখিল করতে পারবে এনসিবি।

আরও পড়ুন এনসিবি হেফাজতে করণ জোহরের প্রোডাকশনের প্রাক্তন কর্মী

এনসিবির ডেপুটি ডিজি মুথা অশোক জৈন জানিয়েছেন, নতুন করে আর কাউকে তলব করা হয়নি। এখনও পর্যন্ত এই মামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ধর্মা প্রোডাকশনের প্রাক্তন এক্সিকিউটিভ প্রোডিউসার ক্ষিতিজ প্রসাদও রয়েছে। তাঁকে আরও জেরা করে বলিউডের নামী-দামি অভিনেতা-অভিনেত্রীদের মাদক যোগ খুঁজবেন গোয়েন্দারা।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ncb may extract data from phones of deepika shraddha sara