Advertisment

শাহরুখ বিজেপিতে যোগ দিলেই ড্রাগস হয়ে যাবে চিনির গুঁড়ো: মহারাষ্ট্রের মন্ত্রী

Aryan Khan: ‘আদানি মুন্দ্রা বন্দরে কয়েক লক্ষ-কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছে। এনসিবি সেই তদন্ত না করে শাহরুখ খানের পিছনে পড়ে রয়েছে।‘

author-image
IE Bangla Web Desk
New Update
Shah Rukh Khan, Aryan got bail, SRK reaction after Aryan got bail, Bombay HC, Mukul Rohatgi, আরিয়ান খান, মুকুল রোহাতগি, শাহরুখ খান, জামিন পেলেন আরিয়ান, আরিয়ানের জামিনের পর শাহরুখ, মুকুল রোহাতগি, bollywood, bengali news today

আরিয়ানের জামিন হতেই কেঁদে ফেলেন শাহরুখ

Aryan Khan: রাজনৈতিক উদ্দেশেই জেলে শাহরুখ-পুত্র আরিয়ান খান। শনিবার এমন অভিযোগ করেন মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজওয়াল। তিনি বলেছেন, ‘শাহরুখ খান বিজেপিতে যোগ দিলেই ড্রাগ সুগার পাউডার হয়ে যাবে।‘ তাঁর কটাক্ষ, ‘আদানি মুন্দ্রা বন্দরে কয়েক লক্ষ-কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছে। এনসিবি সেই তদন্ত না করে শাহরুখ খানের পিছনে পড়ে রয়েছে।‘

Advertisment

“সবার আগে তোমাদের পরিচয়, তোমরা ভারতীয়। মানবিকতাই তোমাদের পরম ধর্ম…”, সন্তানদের এই শিক্ষা দিয়েই বড় করে তুলেছেন শাহরুখ খান । আর আজ যখন মাদককাণ্ডে জড়িয়ে আর্থার রোডের জেলে দিন কাটাচ্ছেন ছেলে আরিয়ান খান, তখন সন্তানদের প্রতি কিং খানের সেই বার্তাতেই প্রাসঙ্গিকতা খুঁজে বেড়াচ্ছেন অনুরাগীরা। মুম্বই ইন্ডাস্ট্রিতে তিল তিল করে গড়ে তোলা তিন দশকের সাম্রাজ্যে আজ আঁচ পড়েছে, অনেক আগেই শাহরুখ আন্দাজ করতে পেরেছিলেন যে তাঁর ‘খান’ পদবীর জন্য ভুগতে হতে পারে সন্তানদের। এমন আশঙ্কার কথা নিজেই এক সাক্ষাৎকারে শেয়ার করেছিলেন অভিনেতা।

শাহরুখ তাঁর সন্তানদের নামও রেখেছেন ধর্মনিরপেক্ষ মনোভাব নিয়েই। বড় ছেলের নাম আরিয়ান। মেয়ের নাম সুহানা। আর ছোট ছেলের নাম আব্রাম। এক সাক্ষাৎকারে কিং খান জানিয়েছিলেন, “আমার সন্তানরা মাঝেমধ্যেই বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করে যে, আচ্ছা বাবা, আমাদের ধর্ম কী? আর ঠিক হিন্দি সিনেমার চেনা হিরোর মতোই আমি চোখ ঘুরিয়ে ওপর দিকে তাকিয়ে আমার দার্শনিক ভাবনা আওড়াই। আমি ওদের বলি- তোমরা আগে ভারতীয়। এটার তোমাদের সর্বপ্রথম পরিচয়। তোমাদের ধর্ম মানবতা। আর নাহলে পুরনো হিন্দি ছবির গান গেয়ে ওদের শোনাতাম- ‘তু হিন্দু বনেগা না মুসলিম বনেগা- ইনসান কি অওলাদ ইনসান বনেগা…’ তাও আবার গঙ্গম স্টাইলে।”

এদিকে, বৃহস্পতিবার ও শুক্রবার, পর পর ২ দিন ধরে জেরা করা হয় অনন্যা পাণ্ডেকে (Ananya Pandey)। আরিয়ান খান মাদককাণ্ডে অভিনেত্রী কোনওভাবে জড়িত কিনা, সেটা যাচাই করতেই কড়া জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন অনন্যা। শুক্রবার তাঁকে ডাকা হয়েছিল সকাল ১১টার সময়। কিন্তু নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে অভিনেত্রী পৌঁছন বেলা ২টোয়। আর অনন্যার এমন কার্যকলাপেই বেজায় ক্ষেপে যান এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে । অতঃপর স্টার-কিডকে তিরস্কার করতেও পিছপা হননি তিনি।

Advertisment

জেরার আগেই অভিনেত্রীকে সপাট জানিয়ে দেন তিনি যে, “এনসিবি অফিসটা কোনও সিনেমার প্রোডাকশন হাউজ নয়, যে চাইলেই দেরি করে আসা যায়। এটা একটা কেন্দ্রীয় সংস্থার দফতর।”

 ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

NCB Shah Rukh khan Drug Case Aryan khan
Advertisment