/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/Snapinsta.app_343292958_229612796416573_3990225870730548385_n_1080.jpg)
তৃণা-নীল
কিছুদিন আগেই সুখবর জানিয়েছেন, নিজেদের পোশাক ব্র্যান্ডের সঙ্গে সকলের পরিচয় করিয়েছিলেন তাঁরা। এবার, আরও এক সুখবর। বিয়ের কয়েকবছর পার না হতেই একের পর এক গুড নিউজ দিচ্ছেন নীল তৃণা।
নতুন কিছু শুরুর আগেই সকলকে আমন্ত্রণ জানালেন তাঁরা। কী আবার করতে চলেছেন যে এত উত্তেজনা, এত আনন্দ! তাঁদের দুটিকে নিয়ে সবসময় উচ্ছ্বাস এবং উত্তেজনা। টলিপাড়ার লাভি ডাভি কাপলদের মধ্যে অন্যতম। তাঁদের নতুন পোশাক ব্র্যান্ডের পর, এবার নতুন পুজোর ঘোষণা করলেন তৃনীল। প্রথম বারের পুজো, তাই বলাই বাহুল্য উত্তেজনা সাংঘাতিক।
আরও পড়ুন - Pori Moni: পরীমণির ভয়ঙ্কর পরিণতি! জ্বর নয়, হাত কেটে হাসপাতালে ভর্তি, নেপথ্যে কি স্বামী শরিফুল?
এইবার প্রথমবছর দুর্গাপুজোর ঘোষণা করলেন তৃণা এবং নীল। আজকেই হয়ে গেল তাঁর খুঁটি পুজো। মা আসতে আর বেশি দেরি নেই যে। ক্লাবের নাম অগ্রদূত দুর্গোৎসব সমিতি। খুঁটিপুজো থেকে ছবি শেয়ার করে লিখলেন, আমাদের প্রথম পুজো। আসবেন কিন্তু! পরনে সাবেকি সাজ তাঁর সঙ্গে একমুখ হাসি... দুর্গোৎসবের প্রথম ধাপে বেজায় খুশি তারকা দম্পতি।
এবারের থিম পুরনো সেই স্কুলের কথা। নীলের পরনে তাঁদের নিজস্ব ব্র্যান্ডের পোশাক। অন্যদিকে তৃণা সেজেছেন হট পিংক শাড়িতে। এদিকে, দুজনেই ব্যস্ত শুটিংয়ে। তৃণা শেষ কিছুদিন বিতর্কে জড়িয়ে থাকলেও এবার পুজো এবং কাজ মিশিয়ে একদম পুরোদমে তৈরি।