আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। ১ এপ্রিল রাজ্যের ৩০টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচনী প্রতিযোগীতা। সংশ্লিষ্ট দফায় ‘হাইভোল্টেজ সেন্টার’ নন্দীগ্রামে শুভেন্দু-মমতার সম্মুখ সমরের দিকে এখন তাকিয়ে রাজধানী তথা গোটা রাজ্যবাসী। ভোটবাক্সে পাশা পাল্টানোর অপেক্ষামাত্র! কে জিতবে একুশে বাংলার মসনদ দখলের বাজি? নজরে নন্দীগ্রাম। রাত পোহালেই ভোটবাক্সে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর ভাগ্যগণনার লড়াই। একদিকে নন্দীগ্রামে ইতিহাস গড়ার অপেক্ষায় মোদী-বাহিনী, অন্যদিকে বাংলা থেকে 'বহিরাগত' বিজেপিকে সাফ করতে মরিয়া মমতা-শিবির। অতঃপর শেষবেলায় নন্দীগ্রামে প্রচারের বহরও তুঙ্গে। গত দুদিন ধরে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রেক্ষিতেই ভোটের মুখে 'প্রিয় দিদি'র পাশে দাঁড়াতে একুশের নির্বাচনী ‘এপিসেন্টার’-এ পৌঁছলেন টেলিভিশনের জনপ্রিয় তারকা-দম্পতি নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha)।
আমদাবাদ হাইস্কুল গ্রাউন্ডের প্রচারের মঞ্চ থেকেই 'জয় বাংলা', 'মমতা ব্যানার্জি জিন্দাবাদ' স্লোগানে প্রচারসভায় ঝড় তুললেন নীল-তৃণা। ২০ মার্চ মমতা-মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন তারকা-দম্পতি। বিধানসভা ভোটের মুখে প্রিয় দিদির হাত শক্ত করতেই পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁরা তুলে নিয়েছিলেন তৃণমূলী পতাকা। এবার একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) নন্দীগ্রামের কঠিন লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে প্রচার নীল-তৃণার।
স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের ভীড়ে অভিনেতা নীল ভট্টাচার্যও রাজ্যের শাসক দলের হয়ে বাংলায় ফের জোড়াফুল ফোটানোর আর্জি জানান উপস্থিত জনগণের কাছে। তাঁদের ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস রীতিমতো দেখার ছিল। দিন দুয়েক আগেই ছাতনা (Chatna) বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী শুভাশীষ বটব্যালের হয়ে ভোটপ্রার্থনা করতে দেখা যায় নীল এবং তৃণা সাহাকে। এবার শেষবেলায় নন্দীগ্রামে পৌঁছলেন 'দিদি'র পাশে থাকতে।
প্রসঙ্গত, মার্চের গোড়ার দিকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই তৃণমূলে যোগ দিয়েছিলেন নীল-তৃণা। আসলে নীল বাড়ি দখলের লড়াইয়ের ভীত আরও শক্ত করতে ‘তৃণমূলী স্ট্র্যাটেজি’ সেই তারকামুখই। অতঃপর বাংলার মাটিতে ফের জোড়াফুল ফোটানোর লক্ষ্যে রাজ্যের শাসক দলের শরীক হয়েছেন তারকা-দম্পতি নীল-তৃণা। বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে ধরার অঙ্গীকারবদ্ধ হয়েছেন তাঁরা। রাজ্যের বিভিন্ন কেন্দ্রেই জোর টক্করের জন্য প্রস্তুত সবুজ-গেরুয়া শিবিরের তারকা প্রার্থীরা। এবার তৃণমূলের প্রচার-মুখ হিসেবে এগিয়ে এলেন নীল, তৃণার মতো জনপ্রিয় টেলি-তারকারা।