Advertisment

'জয় বাংলা', 'মমতা ব্যানার্জি জিন্দাবাদ' স্লোগানে ঝড়! শেষবেলায় ছাতনায় ভোটপ্রচারে নীল-তৃণা

তৃণমূল কর্মী-সমর্থকদের ভীড়ে অভিনেতা নীল ভট্টাচার্যও রাজ্যের শাসক দলের হয়ে বাংলায় ফের জোড়াফুল ফোটানোর আর্জি জানান উপস্থিত জনগণের কাছে।

author-image
IE Bangla Web Desk
New Update
neel trina

২০ মার্চ মমতা-মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন টেলিভিশনের জনপ্রিয় তারকা-দম্পতি নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha)। বিধানসভা ভোটের মুখে প্রিয় দিদির হাত শক্ত করতেই পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁরা তুলে নিয়েছিলেন তৃণমূলী পতাকা। এবার ভোটপুজো বোধনের দিন দুয়েক আগে প্রচারের ময়দানে নামলেন

নীল-তৃণা। বৃহস্পতিবার বিকেলে ছাতনা বিধানসভা কেন্দ্রে পৌঁছেছিলেন তারকাদম্পতি। সেখানেই তৃণমূলের রোড শোয়ে অংশ নেনে তাঁরা। দুই তারকার কণ্ঠেই 'জয় বাংলা' এবং 'মমতা ব্যানার্জী (Mamata Banerjee) জিন্দাবাদ' স্লোগান। টেলিভিশনের রিয়েল লাইফ তারকাজুটিকে দেখে অনুরাগীরাও উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

Advertisment

শনিবার অর্থাৎ ২৭ মার্চ শুরু হচ্ছে বাংলার ভোট উৎসব। এদিন প্রথম দফার নির্বাচন। তাই শেষবেলায় প্রচারের ময়দানে নামলেন নীল-তৃণা। এদিন বিকেলে ছাতনা (Chatna) বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী শুভাশীষ বটব্যালের হয়ে ভোটপ্রার্থনা করতে দেখা যায় নীল এবং তৃণা সাহাকে। রোড শোয়ে তাঁদের ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস রীতিমতো দেখার ছিল। যদিও এদিন নির্দিষ্ট সময়ের থেকে প্রায় দু-ঘণ্টা দেরিতে রোড শো শুরু হয়। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের ভীড়ে অভিনেতা নীল ভট্টাচার্যও রাজ্যের শাসক দলের হয়ে বাংলায় ফের জোড়াফুল ফোটানোর আর্জি জানান উপস্থিত জনগণের কাছে।

ছাতনার বারবাকড়া মোড় থেকে শুরু হয় শুভাশীষ বটব্যালের রোড শো। নেতৃত্বে সদ্য তৃণমূলে যোগ দেওয়া দুই তারকা নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। গোটা ছাতনা বাজার এলাকা পরিক্রমা করে তাঁদের মিছিল।

প্রসঙ্গত, মার্চের গোড়ার দিকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই তৃণমূলে যোগ দিয়েছিলেন নীল-তৃণা। আসলে নীল বাড়ি দখলের লড়াইয়ের ভীত আরও শক্ত করতে ‘তৃণমূলী স্ট্র্যাটেজি’ সেই তারকামুখই। অতঃপর বাংলার মাটিতে ফের জোড়াফুল ফোটানোর লক্ষ্যে রাজ্যের শাসক দলের শরীক হয়েছেন তারকা-দম্পতি নীল-তৃণা। বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে ধরার অঙ্গীকারবদ্ধ হয়েছেন তাঁরা। রাজ্যের বিভিন্ন কেন্দ্রেই জোর টক্করের জন্য প্রস্তুত সবুজ-গেরুয়া শিবিরের তারকা প্রার্থীরা। এবার তৃণমূলের প্রচার-মুখ হিসেবে এগিয়ে এলেন নীল, তৃণার মতো জনপ্রিয় টেলি-তারকারা।

Neel Bhattacharya West Bengal Assembly Election 2021 tmc Trina Saha
Advertisment