ইডেনের মাঠে খেলা। বাঙালিরর আবেগের শেষ ছিল না। তবে, শেষকিছুদিন টিকিট পাওয়া নিয়ে যে আন্দোলন, যে হতাশার মধ্যে দিয়ে মানুষ গিয়েছেন, তারপর কালোবাজারি নিয়ে আশা হারিয়েছেন সকলে। কিন্তু, নীল-তৃণা?
Advertisment
খেলা শুরু হওয়ার আগেই তাঁদের ছবি প্রকাশ্যে। দুজনে মিলে একসঙ্গে ছবি তুলেই পোস্ট করলেন, ব্যাস! দুই টেলি-অভিনেতাকে দেখে মাথায় আগুন চড়ে গেল ক্রিকেট-ভক্তদের। সাধারণ মানুষ টিকিট পাচ্ছেন না, সেখানে এরা কেন? টিকিট নিয়ে দু-নম্বরি চলছে? আওয়াজ তুললেন বেশিরভাগ।
কী বলছেন তাঁরা?
শেষ কিছুদিনে, টিকিটের কালোবাজারি নিয়েই চারিদিকে হাপিত্যেশ। ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়েও টিকিট পাননি কেউ। সেখানে শুধু অভিনয় করেন বলে টিকিট? দর্শকদের রোষানলে দুই তারকা দম্পতি। কেউ বলছেন, টিকিট বড়োলোকদের জন্য। আবার কেউ বলছেন, এরা শুধু অভিনয় করেন বলে এত বাড়াবাড়ি। আবার কারওর কথায়, স্বজন-পোষণে টিকিট পেল। কেউ বললেন, টিকিট পাইনি তাই যাইনি।
রেগে আগুন বেশিরভাগ। হাতে টাকা থাকার পরেও টিকিট পাননি অনেকে। নেট প্র্যাকটিস দেখেই মনে ভরেছে অনেকের। সেই জায়গায় নীল-তৃণা? তারকাদের জন্য টিকিট ধার্য থাকা খুব স্বাভাবিক কিন্তু টিকিট নিয়ে রাজ্যের অরাজকতা মোটেই ভাল চোখে দেখেননি কেউ। এখানেই শেষ নয়।
মধ্যমণি মিস্টার ৩৬০। তাঁকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করতেই জুটল নানা কটাক্ষ। কেউ বললেন, আপনাদের চিনতে পেরেছেন? আবার কেউ বললেন, আপনাদের সিরিয়াল দেখেন তো উনি। আবার কেউ বললেন, শুধু সিরিয়াল করলেই হবে। সাধারণ মানুষদের কিচ্ছু না।