অনু্ষ্কা শর্মার প্রযোজক হিসেবে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ছবি প্রযোজনায় সাফল্যের পরে এবার ওয়েব মাধ্যমে পা রাখতে চলেছেন অভিনেত্রী। আর কয়েক দিনের মধ্যেই অ্যামাজন প্রাইম ভিডিও-তে আসছে তাঁর প্রযোজনার প্রথম ওয়েব সিরিজ 'পাতাল লোক', যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন নীরজ কবি, জয়দীপ আহলাওয়াট, গুল পনাগ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রয়েছেন বাংলার স্বস্তিকা মুখোপাধ্যায় ও রাজেশ শর্মা।
Advertisment
এই সিরিজ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে সোশাল মিডিয়ায়। সিরিজের টিজার ও পোস্টার রীতিমতো সাড়া ফেলেছিল দর্শকের মধ্যে। এবার মুক্তি পেল সিরিজের ট্রেলার যা দেখে একটা বিষয়ে নিশ্চিত থাকতে পারেন দর্শক যে অত্যন্ত কড়া ডোজের জমজমাট অ্যাকশন থ্রিলার হতে চলেছে 'পাতাল লোক'।
স্বর্গ-মর্ত্য-পাতাল-- বর্তমান সমাজের তিনটি স্তরকে এভাবেই দেখা যাবে এই সিরিজে। পাতাল লোক হল সেই অন্ধকারময় অংশ যেখানে রাজত্ব করেন নৃশংস অপরাধীরা। এই সিরিজের চিত্রনাট্যকার সুদীপ শর্মা। দেখে নিতে পারেন 'পাতাল লোক'-এর ট্রেলারটি নীচের লিঙ্কে ক্লিক করে--
মোট ৯টি এপিসোড থাকছে এই সিরিজে। তাই সম্ভবত একটি সিজনেই শেষ হবে গল্প। সিরিজটি পরিচালনা করেছেন প্রসিত রায় ও অবিনাশ অরুণ। অবিনাশ হলেন 'মাসান'-এর সিনেম্যাটোগ্রাফার আর প্রসিত রায় ছিলেন 'পরি'-র পরিচালক। অ্যামাজন প্রাইম ভিডিওতে এই সিরিজের স্ট্রিমিং শুরু হবে আগামী ১৫ মে। এক প্রথিতযশা সাংবাদিকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগে ধরা পড়ে চার জন যার মধ্যে রয়েছে একজন কুখ্যাত গ্যাংস্টারও। কিন্তু যতই এই কেসের তদন্ত এগোয়, ততই জটিল একটি ধাঁধার সম্মুখীন হয় তদন্তকারী অফিসার। শেষ পর্যন্ত কীভাবে হয় সমাধান, সেই নিয়ে টানটান গল্প 'পাতাল লোক'।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন