Neetu Kapoor-samara: কাপুর পরিবারে এখন উৎসবের মরশুম। আদার জৈন ও আলেখা আডবাণীর বিয়ে ঘিরে একেবারে খুশির আমেজ। বিয়েতে হাজির ছিলেন কাপুর পরিবারের প্রত্যেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেশ কিছু ছবি ও ভিডিও। একদিকে যখন সইফ ঘরণী করিনার সিঁদুর পরা লুকের তারিফ করেছে ভক্তরা তখন অযদিকে আবার আলিয়ার সাদামাটা সাজ নিয়েো চলছে চর্চা।
নাচে-গানে কী ভাবে নববধূকে কাপুর পরিবার স্বাগত জানাল-করিশ্মার নাচ সবই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার চর্চায় আদার-আলেখার বিয়ের আরও একটি মুহূর্ত। যেখানে নীতু সিংকে সেলেব পাপারাৎজ্জিদের সামনেই এক ধাক্কা দৌহিত্রী সামারার! কোনওক্রমে নিজেকে সামনে ক্যামেরায় লুক দেন নীতু কাপুর।
samara pushing neetu out of the frame 😭
byu/vishaw_kalra inBollyBlindsNGossip
প্রসঙ্গত, মা-দিদিমার হাত ধরে ওয়েডিং পার্টিতে এন্ট্রি নেওয়ার সময়ই মুখটা বেজার করে রেখেছিলেন সামারা। মুখে হাসির লেশমাত্র নেই। সেলেব পাপারাৎজ্জিদের অনুরোধে কাপুর পরিবারের তিন প্রজন্মকে দাঁড়ানোর অনুরোধ করেন। তখনই একপাশে মা আর একপাশে দিদাকে নিয়ে দাঁড়ায় সামারা। আচমকাই হাত পিছনের দিকে নিয়ে দিদা নীতুকে ধাক্কা মারতে দেখা যায়।
কোনওক্রমে নিজেকে সামলে নিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। পোজ দেওয়া হয়ে গেলে মেয়েকে কপালে স্নেহের চুমু এঁকে দেন মা ঋদ্ধিমা কাপুর। তখনও যেন মুখ ভার নীতুর দৌহিত্রী সামারার! গোমড়া মুখেই প্যাপেদের ক্যামেরাবন্দি হয়েছ ঋদ্ধিমার আদুরে কন্যা।
/indian-express-bangla/media/post_attachments/466d948a-37c.jpg)
সোশ্যাল মিডিয়ায় দিদা-নাতনির অপ্রস্তুত হওয়ার মুহূর্ত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তাঁর এই ব্যবহারে বেশ রুষ্ঠ নেটানাগরিকের একাংশ। নেটপাড়ার একটি বড় অংশের দাবি, কাপুর পরিবারের অন্দরের অশান্তি প্রকাশ্যে চলে গেল। কেউ আবার বলছেন, হয়তো দিদিমার সঙ্গে কোনও মনোমালিন্য হয়েছে। নেটপাড়ার সদস্যেদের মধ্যে অনেকেই সামারার আচরণ-সহবত নিয়ে প্রশ্ন তুলেছেন। কিশোরী অজুহাতে সামারার পাশেও দাঁড়িয়েছেন অনেকেই।
কয়েকমাস আগে ঋদ্ধিমা এক সাক্ষাৎকারে বলেছিলেন তাঁর মেয়ে ভিন্ন আঙ্গিকে ক্যামেরায় পোজ দিতে ভালবাসে। কিন্তু, মায়ের কড়া শাসনে খুব একটা ঘোরাফেরার সুযোগ হয় না। আদর-আলেখার বিয়ে উপলক্ষে অনেকদিন পর ক্যামেরার সামনে সামারা যদিও মুখের হাসি গায়েব ছিল।