Rishi Kapoor Video: নিউ ইয়র্কে বিরিয়ানিতে মজে 'জীবন্ত' ঋষি! প্রেমের সপ্তাহে ভিডিও পোস্ট করে কী লিখলেন নীতু?

Rishi Kapoor Old Video: প্রেমের সপ্তাহে ঋষি কাপুরের পুরনো ভিডিও শেয়ার করলেন নীতু কাপুর। এক প্লেট বিরিয়ানি কী ভাবে এনজয় করছেন সেই সুন্দর মুহূর্তটাই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
নিউ ইয়র্কে বিরিয়ানিতে মজে 'জীবন্ত' ঋষি!

নিউ ইয়র্কে বিরিয়ানিতে মজে 'জীবন্ত' ঋষি!

Neetu Kapoor- Rishi Kapoor: দিনটা ছিল ৩০ এপ্রিল, ২০২০। দেখতে দেখতে কেটে গিয়েছে চারটি বছর। আগামী এপ্রিলে কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুরের পঞ্চম মৃত্যুবার্ষিকী। তার আগে হারিয়ে যাওয়া প্রিয় মানুষটিকে বড্ড মিস করছেন স্ত্রী নীতু কাপুর। শনিবার ইন্সটাগ্রাম স্টোরিতে অতীতের পাতা থেকে একটি ভিডিও শেয়ার করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।

Advertisment

ঋষি কাপুর কতটা 'ফুডি' ছিলেন তারই প্রমান রয়েছে এই ভিডিওতে। সম্ভবত বিরিয়ানিতে মজে ছিলেন ঋষি কাপুর। যিনি তাঁর জন্য এই স্পেশাল আইটেমটি বানিয়েছিলেনে তাঁকেও ধন্যবাদ জানাচ্ছেন প্রয়াত অভিনেতা। ফেলে আসা সেই সুন্দর দিনের স্মৃতি উসকে সোশ্যাল মিডিয়ায় ঋষি কাপুর ভিডিও দেখে জিয়া নস্ট্যাল ভক্তরাও।

বিবাহবার্ষিকীর দিনও নীতু কাপুর পুরনো দিনের ছবি শেয়ার করেছিলেন যেখানে তাঁরা একসঙ্গে নাচছিলেন। নীতুকে শেষ দেখা গিয়েছে 'Jugjugg Jeeyo'-তে। প্রসঙ্গত,  ২০১৮-তে লিউকোমিয়ায় আক্রান্ত হন ঋষি কাপুর। নিউ ইয়র্কে চিকিৎসা হয় তাঁর। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মাঝেই নিউ ইয়র্কে সুন্দর সময় কাটিয়েছিলেন। সকলের ভালবাসায় আপ্লুত হয়ে যান।

Advertisment

সেই সঙ্গে পাতে পরে ঋষি কাপুরের মন পসন্দ বিরিয়ানি। ২০১৯-এর সেপ্টেম্বরে দেশে ফেরন ঋষি কাপুর। Times Now-কে দেওয়া এক সাক্ষাৎকারে নীতু শেয়ার করেছিলেন কী ভাবে ঋষি কাপুরের অসুস্থতায় তাঁকে বাচ্চাদের মতো আগলে রেখেছিলেন। 

তিনি বলেন, 'আমি সবসময় ওঁর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতাম। তবে কখনও অসুস্থ অবস্থার ছবি শেয়ার করতাম না। যে ছবিগুলো ওঁর মনে শক্তি সঞ্চার করত বা অন্যকে সুস্থ হতে অনুপ্রেরণা জোগাত। আমি হাসপাতালে অপেক্ষা করতাম। তখন একটি বাচ্চা ছেলে এসে আমাকে বলেছিল আমার বাবাও একই রোগে আক্রান্ত। খুব ভেঙে পরেছেন। তাই আমরা বাবাকে ঋষিজির ছবি দেখিয়ে মনের জোর বাড়ানোর চেষ্টা করি। ওই মুহূর্তে আমার মনে হয়েছিল সত্যিই আমি কাউকে সাহায্য করতে পারলাম। কারও সুস্থ হওয়ার বাসনাকে আরও দৃঢ় করতে পারলাম।'

bollywood movie rishi kapoor neetu kapoor Bollywood News bollywood actress Bollywood Actor Bollywood Couple