Advertisment
Presenting Partner
Desktop GIF

Neetu Singh: বর ঋষি না, শ্বশুরের প্রতি প্রেম-ভাললাগা ছিল অগাধ! করণের সামনেই সত্যি স্বীকার নীতুর

Neetu singh News: কফি উইথ করণের শোয়ে এসেই পরিবারের নানা কান্ড খোলসা করলেন রণবীরের মা নীতু

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Koffee With Karan 8, KWK 8 New Promo OUT, Neetu Kapoor, Zeenat Aman

KWK 8 New Promo OUT: কাপুর বাড়ির অজানা তথ্য জানালেন নিতু?

রণবীরের সঙ্গে আলিয়ার সম্পর্ক নিয়ে নানা চর্চা। বিশেষ করে, দুই তারকার সংসার নিয়েও বেশ কথা উঠছে। আলিয়াকে ( Alia Bhatt) নাকি ইগনোর করছেন রণবীর ( Ranbir Kapoor )। এমন দৃশ্য দেখা গিয়েছে প্রকাশ্যে। কপূর পরিবারে এমন কত কান্ড আছে...

Advertisment

সম্প্রতি নীতু সিং ( Neetu Singh Kapoor) কাপুর এসেছিলেন কফি উইথ করণের ( Koffee with Karan) শোয়ে। এখানেই তিনি পরিবারের বেশ কিছু সিক্রেট শেয়ার করলেন। এই প্রথম করণ তাঁর শোয়ে বর্ষীয়ান অভিনেত্রীদের কাউচে আমন্ত্রণ করছেন করণ। আর তাতেই উঠে আসছে নানা তথ্য। বলিউডের অন্দরে তখন কী হত, কার প্রতি কার প্রেম ছিল এসব তারা উগড়ে দিচ্ছেন। নীতুর সঙ্গে এসেছেন জিনাত আমান ( Zeenath Aman ) খোদ।

জিনাত আমান মানেই বলিউডের সেযুগের উষ্ণতা কুইন। অভিনেত্রী সেইসময় যে ধরনের পোশাক পড়তেন, ঘুম উড়ত সকলের। কী কী ঘটনার খোলসা করলেন তারা দুজন? জিনাতকে কপূর বংশের তরফেই একজন যা উপহার পাঠিয়েছিলেন তাতে বেশ অবাক হয়েছিলেন তিনি। যৌণ আবেদন পূর্ন সেই বাক্স কে পাঠিয়েছিলেন? অভিনেত্রী বলেন, নীতুর বাড়ির লোক পাঠিয়েছিল। এটুকু শুনেই আঁতকে ওঠেন তিনি। আর অন্যদিকে...

আরও পড়ুন - Alia-Ranbir: মা নীতুর হাত ধরতেই হাসি হাওয়া আলিয়ার, বর রণবীরকে যেতে দিলেন অভিনেত্রী! তারপর..?

তিনি নীতু সিং। চেহারার মধ্যেই ছিল স্নিগ্ধতা। যা ডাকসাইটে সুন্দরী দেখতে ছিলেন অনেকেই হৃদয় হারিয়েছিলেন তাঁর কাছে। কিন্তু তিনি ঋষি কাপুর ( Rishi Kapoor ) ছাড়া আরেকজনকে মন দিয়েছিলেন। সেই ব্যাক্তি আবার কাপুর পরিবারের মানুষ। অভিনেত্রীর মন কেড়েছিলেন তাঁর শ্বশুরমশাই খোদ। কাকা শ্বশুর শশী কাপুরের ( Shashi Kapoor) প্রতি তাঁর দুর্বলতা ছিল সাংঘাতিক। প্রকাশ্যেই বলেন সেকথা। করণ যেই জিজ্ঞেস করলেন, ক্রাশ ছিল কোনও?

তিনিও সময় না নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন... আঃ! শশী কাপুর, কী নিদারুণ সুন্দর। এটুকুই! ব্যাস! করণের চোখ কপালে। শ্বশুর ক্রাশ ছিলেন। সোজা বললেন, সে না আপনার কাকা শ্বশুর? যদিও নীতুর দাবি, এটুকু হতেই পারে। উল্লেখ্য, শেষ কিছুদিন তিনি বিতর্কে জড়িয়ে রয়েছেন। ছেলে আর ছেলের বউএর মধ্যে বাদানুবাদের কারণ নাকি তিনিই! যদিও এই নিয়ে আজও মুখ খোলেননি।

tollywood karan johar neetu kapoor bollywood Entertainment News
Advertisment