নিতুর এই বক্তব্যের পরেই হাততালিতে ফেটে পড়ে গোটা মঞ্চ। এমনিতেও আগেই জানিয়েছিলেন, তাঁর নিজের শাশুড়ি কৃষ্ণা রাজ কাপুরের সঙ্গেও বেজায় ভাল সম্পর্ক ছিল, নিজের ছেলের থেকেও বেশি ভালবাসতেন। নিজের ক্ষেত্রেও তিনি সমান ভাবনায় বিশ্বাসী।
Advertisment
তিনদিন ব্যাপী বিয়ের অনুষ্ঠানে নিতু সিংয়ের আনন্দ ছিল দেখার মত। ছেলের বিয়ে বলে কথা! পরিবারের সঙ্গেও অত্যন্ত আবেগপূর্ণ সময় কাটিয়েছেন। প্রতিমুহূর্তে যে ঋষি কাপুরকে মিস করেছেন সেটি বলাই বাহুল্য। বাড়িতে বউকে পেয়ে যে বেজায় খুশি সেই সম্পর্কেও সন্দেহ নেই।