রবিবার, নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী মা-বাব হলেন। কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। সূত্র অনুযায়ী, রবিবার সকাল ১১টা নাগাদ খারের উইমেনস হাসপাতালে ফুটফুটে এক মেয়ের জন্ম দেন নেহা ধুপিয়া। অভিনেত্রী ও মডেল মালাইকা আরোরা, সোফি চৌধুরী ইনস্টাগ্রামে নেহা ও অঙ্গদের ছবি পোস্ট করে তাদের শুভেচ্ছাবার্তা দেন।
নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী অগাস্টে একটি প্রেগন্যান্সি ফোটোসিরিজ পাবলিশ করে নেহার মা হওয়ার কথা জানিয়েছিলেন। ২০১৮ র ১০ মে দিল্লিতে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে হয়েছিল এই জুটির।
নেহা পরে এও জানান তিনি ছ মাস তার প্রেগন্যান্সি লুকিয়ে রেখে ছিলেন কারণ তিনি ভয় পেয়েছিলেন যাতে তার কাজ পাওয়া না বন্ধ হয়ে যায়। মিড ডেকে তিনি বলেন, ''আমি ভয় পেয়েছিলাম যে মানুষ আমাকে কাজ দেওয়া বন্ধ করে দেবে। এটা ভাল দিক যে ছ মাস পর্যন্ত আমার পেট বোঝা যায়নি কারণ এই ইন্ড্রাষ্ট্রিতে উপস্থিতি ছাপ ফেলে। ভাগ্যিস আমার এনার্জি লেবেল ভাল ছিল''। অক্টোবরে বেবি শাওয়ারও হয়েছিল অভিনেত্রীর। উপস্থিত ছিলেন কিয়ারা আদবানী, হুমা কুরেশি, জাহ্নবী কাপুর, করণ জোহর, মনীশ মালহোত্রারা।
Read the full story in English