Neha Dhupia Roadies: নেহা ধুপিয়া, অভিনয় জগৎ-এ এখন সেভাবে তাঁর দেখা পাওয়া যায় না। কিন্তু, জনপ্রিয় রিয়্যালিটি শো রোডিজের বিচারকের আসনে রয়েছেন নেহা ধুপিয়া। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় অভিনেত্রী। নিয়মিত শরীরচর্চা করার ভিডিও শেয়ার করেন। ইন্ডাস্ট্রি তাঁকে কেন বেশ কিছু ছবি থেকে বাদ দিয়েছে, মাতৃত্বকালীন অবস্থায় কী ভাবে বাড়তি ওজন ঝরিয়ে পুরনো ছন্দে ফিরেছেন, সেইসব কথা অকপটে সকলের সঙ্গে ভাগ করেন নেহা।
স্বাস্থ্যকর জীবনযাপনেই অভ্যস্ত নেহা ধুপিয়া। নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখাতেই বিশ্বাসী। এরপরও রিয়্যালিটি শোয়ের মঞ্চে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। রোডিজের সেটে একটানা শ্যুটিংয়ের জেরে আচমকাই মাথা ঘুরে পড়ে যান নেহা। প্রচণ্ড ব্যস্ত সিডিউল অভিনেত্রী নেহা ধূপিয়ার। বিভিন্ন ছোট-বড় শহরে ঘুরে চলছে রোডিজের অডিশন। সেভাবে বিশ্রাম পাচ্ছেন না অভিনেত্রী। যার জেরে সেটেই অজ্ঞান হয়ে যান নেহা। রোডিজের যে প্রোমো মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে নেহা অসুস্থবোধ করছেন।
তারপরই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তবে এখন তিনি ভাল আছেন। সুস্থ হয়েই আবার শ্যুটিংয়ে ফিরেছেন। নেহা বলেন, 'সামান্য অসুস্থ হয়ে পড়েছিলাম। ভয়ের কিছু নেই। আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমাকে সবাই সবসময় যেমন চার্মিং দেখেন এখনও সেটাই দেখবেন। রোডিজ সবসময় নিজের গণ্ডি অতিক্রম করার কথাই বলে। এই জার্নি আমাকে সব বাধা পেরনোর অনুপ্রেরণা দেয়। আমাকে কোনও কিছুই থামাতে পারবে না।'
কাজের একাগ্রতাকে সাধুবাদ জানিয়েছে রোডিজের প্রোডকাশন হাউজ। মিডিয়া রিপোর্ট মোতাবেক,প্রযোজনা সংস্থার এক ব্যক্তি বলেছেন, 'নেহার দায়িত্ব-কর্তব্যবোধকে কুর্নিশ। শ্যুটিংয়ের অতিরিক্ত চাপের জন্যই অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু, শারীরিক সমস্যাকে বুড়ো আঙুল দেখিয়ে ফের ময়দানে নেমে পড়েছেন।'
ওই ব্যক্তি আরও যোগ করেন, 'সব জায়গায় ঘুরে রোডিজের অডিশনও নিচ্ছেন। এই শোয়ের সেরার সেরাকে বাছার জন্য নিজের অসুস্থাকে রীমিমতো চ্যালেঞ্জ নিয়ে পুরোদমে কাজ করে চলেছেন।' এই শোয়ের সঞ্চালনা করছেন রণভিজয় সিনহা। রোডিজের আগের পর্বের সঞ্চালক চিলেন অভিনেতা সোনু সুড। ১১ জানুয়ারি থেকে MTV টিভিতে শুরু হয়েছে রোডিজের সম্প্রচার।