'নয়তো যৌনতা বিক্রি হয় নয়তো শাহরুখ…', নিজের মন্তব্যে আজও অটল নেহা ধুপিয়া? : Neha dhupia comment on srk 20 years ago pathaan release | Indian Express Bangla

‘নয়তো যৌনতা বিক্রি হয় নয়তো শাহরুখ…’, নিজের মন্তব্যে আজও অটল নেহা ধুপিয়া?

পাঠান রিলিজের পরেই আবারও পুরনো মন্তব্য টেনে আনলেন নেহা…

Shah Rukh Khan, Pathaan, Pathaan realese, SRK fans, Pathaan first day, Boycott Bollywood trend, Yash Raj Films, Pathaan record, Pathaan Box Office, Yash Raj Films Flop 2022, 2022 bollywood box office, SRK Yash Raj Films, Shah Rukh Deepika, SRK Mannat, Pathaan ticket sale, পাঠান, শাহরুখ খান, শাহরুখ ভক্ত, পাঠান রিলিজ, যশরাজ ফিল্মস, দীপিকা পাড়ুকোন, শাহরুখ দীপিকা, পাঠান বক্সঅফিস, পাঠান টিকিট, পাঠান রেকর্ড, শাহরুখ মন্নত, বলিউডের খবর
কী বলছেন নেহা?

সমস্ত রেকর্ড ভেঙে পাঠান এগিয়ে চলেছে নিজের গতিতে। একের পর এক বিগ বাজেট ছবিকে টেক্কা দিয়ে শাহরুখের ছবিই বি টাউনের টক অফ দ্যা টাউন! এদিকে, শাহরুখের এই ছবি নিয়েই উত্তেজনা সেলেব মহলে। তাই তো, নিজের দুই দশক পুরনো মন্তব্য নিয়ে গর্ববোধ করছেন নেহা ধুপিয়া।

জুলি সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রসঙ্গেই এক বিরাট মন্তব্য করেছিলেন নেহা। কী বলেছিলেন তিনি? বলেছিলেন, এখনকার দিনে নয়তো যৌনতা বিক্রি হয় নয়তো শাহরুখ খান। আর সেই মন্তব্যেই এখনও গুরুত্ব দিয়েছেন নেহা। নেহা নিজেও এখন এই মন্তব্য প্রসঙ্গে গর্বিত। এক সাক্ষাৎকারে বলেছিলেন, জুলি ছবিতে আমার অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। আমার সেক্স সিম্বল ট্যাগে কোনও আপত্তি নেই। কারণ এখনকার দিনে নয়তো যৌনতা বিক্রি হয় নয়তো শাহরুখ খান।

আর নিজের এই বছর পুরোনো মন্তব্যে নিজেকে এখনও সাবাশি দিচ্ছেন নেহা। শেয়ার করে বললেন, ২০ বছর হয়ে গেল, কিন্তু আমার বক্তব্য সত্যি বলেই প্রমাণিত হল। এটা একজন অভিনেতার কেরিয়ার নয়, বরং একজন রাজার রাজত্ব! যদিও পাঠান দেখার পরেও শাহরুখের জাদুতে মজেছিলেন অভিনেত্রী। ধন্যবাদ জানিয়েছিলেন কিং খানকে।

শাহরুখ দীপিকার এই ছবিতে জয়ের ছবি বলেই ইঙ্গিত দিয়েছেন নেহা। ট্যুইট করে লিখেছিলেন, শাহরুখ, তোমার জন্য আমাদের যা ভালবাসা আছে তার বর্ণনা করা সম্ভব নয়। আর দীপিকা, স্ক্রিনে আগুন জ্বালিয়ে দিয়েছ তুমি। জন, এরকম কী করে করলে? আমি তো তোমার থেকে চোখ সরাতে পারছিলাম না। চার বছর পর শাহরুখের ছবি বলে কথা, বলিউড তারকাদের মধ্যেও শাহরুখ ভক্ত কম নেই! পাঠান ঝড়ে কাবু তারাও..

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Neha dhupia comment on srk 20 years ago pathaan release

Next Story
‘খান ছাড়া আর কিছুই বোঝে না’, ‘পাঠানে’র সাফল্যে ভারতের জনগণকে তোপ কঙ্গনার!