Advertisment

এবার পুত্র সন্তানের মা নেহা ধুপিয়া! ‘মা-নবজাতক দু’জনেই সুস্থ’, লিখলেন অঙ্গদ বেদি

মাস দুয়েক আগেই সুখবর শুনিয়েছিলেন নেহা ধুপিয়া-অঙ্গদ বেদি।

author-image
IE Bangla Web Desk
New Update
Neha Dhupia Baby Boy

ফাইল ছবি।

Bollywood: দ্বিতীয়বার মা হলেন নেহা ধুপিয়া। রবিবার ইনস্টাগ্রামে এই খুশির খবর শেয়ার করলেন অঙ্গদ বেদি। এদিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নেহা। এমনটাই অনুরাগীদের উদ্দেশে জানান সদ্যোজাতের বাবা অঙ্গদ। এদিন অভিনেতা লেখেন, ‘আমাদের মেয়ে মেহের এখন বড় হয়ে গেল। তাঁকে আর কেউ বাচ্চা বলতে পারবে না। ঈশ্বরের আশীর্বাদে নেহা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। দু’জনেই সুস্থ আছেন।

Advertisment

মাস দুয়েক আগেই সুখবর শুনিয়েছিলেন নেহা ধুপিয়া-অঙ্গদ বেদি। নতুন হোম প্রোডাকশন আসার অপেক্ষায়। এভাবেই সুখবর জানিয়েছিলেন তারকা দম্পতি।

এদিকে, ২০১৮ সালেই প্রথমবার কন্যা সন্তানের অভিভাবক হয়েছিলেন নেহা-ধুপিয়া। সেই বছরেই দীর্ঘ প্রণয়ের সম্পর্ককে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন এই তারকা দম্পতি।  

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Baby Boy Bollywood Couple Neha Dhupia
Advertisment