New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/14/QSylj19HZ1jXfEt3rlBa.jpg)
হাতকড়া পরিয়ে নেহাকে নিয়ে যাচ্ছে পুলিশ!
হাতকড়া পরিয়ে নেহাকে নিয়ে যাচ্ছে পুলিশ!
Neha Kakkar Emarlado scam Case: সোশ্যাল মিডিয়ায় নেহা কক্করের একটি ছবি ঝড়ের গতিতে ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে পুলিশ তাঁর হাত ধরে নিয়ে যাচ্ছে। অঝোরে কাঁদছেন! Emarlado-এর প্রচারে নেহা কক্করের একটি সাক্ষাৎকারের লিঙ্কের সঙ্গে ছবিটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে সকলে একেবারে চমকে গিয়েছে। আচমকা এ কী হল নেহার!
কী কারণে পুলিশ তাঁকে নিয়ে যাচ্ছে? নানা প্রশ্ন যেন ভিড় করে আসছে সকলের মনের ভিতর। সেই সঙ্গে আরও একটি বিষয় কিন্তু, একেবারে ঝেরে ফেলে দেওয়ার মতো নয়। সেটা হল AI। কারণ AI-র মাধ্যমে তারকাদের ছবি বিকৃত করে বিভ্রান্ত করা র ঘটনা যেন আজ একেবারে-জল ভাত। আর সংগীতশিল্পী নেহা কক্করের সঙ্গে ঠিক এটাই ঘটেছে।
নেহার চোখে জল! আর ওই ছবির ক্যাপশনে লেখা, 'অত্যন্ত খারাপভাবে নেহা কক্করের কেরিয়ার শেষ হয়ে গেল! সকালবেলা এই খবর প্রতি ভারতবাসীর কাছে খুবই দুঃখের ও হতাশার!' সত্যিই তো নেহা কক্করের মতো একজন নামজাদা শিল্পীর হাতে পুলিশের হাতকড়া যথেষ্ট চিন্তারই বিষয়।
পরে জানা গিয়েছে, এই ছবিতে যে মহিলার মুখ ছিল তাঁর জায়গায় নেহার মুখ বসানো হয়েছে। AI ব্যবহার করে সেলেবদের হেনস্থা করার ঘটনা এর আগেও ঘটেছে। অমিতাভ বচ্চন থেকে রণবীর সিংয়ের মতো ইন্ডাস্ট্রির সেলেবরা এই প্রযুক্তির শিকার।
এই মুহূর্তে নেহা ব্যস্ত লেটেস্ট সিঙ্গল 'মুন কলিং'-এর প্রচারে। তার মাঝেই এই বিপত্তি। এই বিষয়ে অবশ্য এখন নেহার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, আট বছরের ছোট স্বামী রোহনপ্রীত সিংহের সঙ্গে তাঁর সম্পর্ক থেকে বিয়ে বারবার হয়ে উঠেছে পেজ ৩-র হট কেক।
অনেকসময় বিবাহবিচ্ছেদের জল্পনাও শোনা গিয়েছে। যদিও প্রতিবারই সেই জল্পনায় ছাই দিয়ে সুখী দাম্পত্যের ছবি তুলে ধরেছেন। বেশ কয়েকবার বিতর্কেও জড়িয়েছেন নেহা। বাদ যায়নি অন্তঃসত্ত্বা হওয়ার গুজবও।