Nehal Chudasama Incident: রূপোলি দুনিয়ার তারকাদের হেনস্থা খবর নতুন নয়। কখনও ভিড়ের মাঝে তো কখনও বিমানবন্দরে অভিনেতা-অভিনেত্রীরা এইরকম নানাবিধ ঘটনার সম্মুখীন হন। সম্প্রতি সেই রকমই এক ভয়ংকর ঘটনার সাক্ষী থাকলেন অভিনেত্রী ও প্রাক্তন মিস ইউনিভার্স নেহাল চুড়াসামা। অভিনেত্রীকে সপাটে চড় মেরে ছুঁড়ে ফেলে দেন এক ব্যক্তি।
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন নেহাল। ঘটনাটা ঘটেছে গত ১৬ ফেব্রুয়ারি। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, অভিনেত্রী ও প্রাক্তন মিস ইউনিভার্স জানিয়েছেন, ওই ব্যক্তি তাঁর পূর্ব পরিচিত। বিগত দুই বছর তাঁকে চেনেন নেহাল চুড়াসামা। ইনস্টাগ্রামে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন অভিনেত্রী।
ওই ঘটনার পর কয়েকটা দিন কেটে গেলেও এখনও আতঙ্কিত নেহাল। ৪০ বছর বয়সী ওই ব্যক্তি অভিনেত্রীর গাড়ির সামনের কাচ ভেঙে তাঁকে চরম হেনস্থা করেন। অভিনেত্রী লিখেছেন, 'আমি প্রচণ্ড ভয়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। ওই মুহূর্তটা আমাকে যেন তাড়া করে বেড়াচ্ছে। তবুও এই কয়েকটা দিন নিজের মনকে শক্ত করেছি। ওই ঘটনার থেকে নিজেকে বের করে আমার চেষ্টা করেছি। কারণ আমি যদি দুর্বল হয়ে পড়ি তাহলে লড়াই করার শক্তি পাব না। আমি জানি আমার উপর অত্যাচার হয়েছে। কিন্তু, আমি আতঙ্ক নিয়ে বাঁচতে চাই না। হ্যাঁ, এটাই আমি।'
ঘটনার কথা বলতে গিয়ে অভিনেত্রী যোগ করেন, 'আমি সহানুভূতি পাওয়ার আশায় এই ঘটনার সকলের সঙ্গে ভাগ করছি না। আমি চাই আ্মার মতো যে মহিলারা প্রতিনিয়ত এইরকম ঘটনার শিকার হচ্ছেন তাঁদের সাহসের সঙ্গে মোকাবিলা করুক। মুম্বইয়ে আমার মতো সাহসী মহিলার সঙ্গে এই ভয়ংকর ঘটনাটা ঘটল। যে কারও সঙ্গে এটা হতে পারে। মহিলারা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নন। এখনও পর্যন্ত আমি ওই ব্যক্তির পরিচয় প্রকাশ্যে আনিনি। প্রয়োজনে নিশ্চয়ই ফাঁস করে দেব। কারণ আমি নির্ভীক। ৮ মার্চ আমরা নারীদিবস পালন করব। সেই মুহূর্তে একজন নারী হিসেবে শারীরিক নির্যাতন কখনই মেনে নেওয়া উচিত নয়।'
নেহালের সংযোজন, 'বিগত কয়েকসমাস ধরে আমাকে অনুসরণ করা হচ্ছিল। বিভিন্নভাবে মানসিক চাপ দেওয়া হয়। আমি যখন তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, শারীরিকভাবে হেনস্থা করেন। গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছেন। অগত্যা আমি পুলিশের দ্বারস্থ হই।'