মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না। সিনেমা-থিয়েটার-কনসার্ট সবই বন্ধ। এই অবস্থায় বিনোদন বলতে হয় টিভি নয়তো ওয়েব মাধ্যম। বিগত ৩ মাসে সারা পৃথিবীতেই মানুষের অনলাইন-টাইম বেড়ে গিয়েছে কয়েক গুণ। এই অবস্থায়া সবচেয়ে বেশি লাভবান হয়েছে যে সংস্থাগুলি, তার মধ্যে অবশ্যই রয়েছে নেটফ্লিক্স। বিগত ৩ মাসে রেকর্ড সংখ্যক সাবস্ক্রিপশন বেড়েছে নেটফ্লিক্সের– ১৬ মিলিয়ন অর্থাৎ ১ কোটি ৬০ লক্ষ।
এখনও পর্যন্ত এই ওটিটি প্ল্যাটফর্মটিই সবচেয়ে জনপ্রিয় কনটেন্টের মান ও বৈচিত্র্যের জন্য। নতুন এই বিপুল পরিমাণ সাবস্ক্রিপশন আরও একবার প্রমাণ করল সেই কথা। পাশাপাশি আরও একটি বিষয় সামনে এল। আইসোলেশনে থাকা লক্ষ লক্ষ মানুষ এই প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ বা ছবিগুলি দেখে মন ভাল রাখছেন।
আরও পড়ুন: লকডাউনে অবশ্যই দেখুন ‘ভাইরাস’, ছোঁয়াচে রোগ নিয়ে সত্য ঘটনা অবলম্বনে তৈরি
বিশ্বজোড়া অতিমারীর এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখা বা স্বাস্থ্যবিধি মেনে চলা যেমন প্রয়োজনীয়, তেমনই গুরুত্বপূর্ণ মনকে সতেজ ও সুস্থ রাখা। ”এই কঠিন সময়ে বাড়িতে বন্দি থাকার মুহূর্তগুলো মানুষের কাছে একটু সহনীয় করে তুলতে পারছি, এটাই আমাদের সামান্য অবদান”, ভিডিও কলে সংস্থার ইনভেস্টরদের সঙ্গে আলোচনার সময় এই কথাগুলিই বলেছেন নেটফ্লিক্সের সিইও রিড হেস্টিংস।
মোটামুটি জানুয়ারি মাসের শেষ থেকেই করোনা অতিমারী দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে হানা দিতে শুরু করে। তার পরে একে একে ইওরোপ ও আমেরিকা মহাদেশের দেশগুলিতে ও ভারতে এসে পৌঁছয় এই মারণ রোগ। ফেব্রুয়ারি থেকেই একাধিক দেশে আংশিক লকডাউন শুরু হয়ে যায়। লকডাউন ঘোষণা না হলেও বেশ কিছু দেশে ওই সময় থেকেই নাগরিকদের হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়।
এই সময়েই নতুন সাবস্ক্রিপশনের সংখ্যা বাড়তে থাকে। নেটফ্লিক্সের দেওয়া তথ্য অনুযায়ী, ৩ মাসে ১ কোটি ৬০ লক্ষ সাবস্ক্রিপশন– এমন ঘটনা নেটফ্লিক্সের ১৩ বছরের ইতিহাসে এই প্রথম। অতিমারীর প্রকোপ যতদিন না কমছে, ততদিন সাবস্ক্রিপশনের সংখ্যা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Entertainment News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
'ভোটে অনাচার হলেই অপসারণ', রাজ্য পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা নির্বাচন কমিশনের
'আমরাই খাওয়াব, বানিয়ে দেব ঘর', বাগবাজার বস্তিবাসীদের বরাভয় মমতার
মাথায় ক্ষতচিহ্ন, বাথটবে রক্তাক্ত পরিণীতি, প্রকাশ্যে 'দ্য গার্ল অন দ্য ট্রেন'-এর টিজার
মেয়েদের বিয়ের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য, শিশুসুরক্ষা কমিশনের নোটিস কংগ্রেস নেতাকে
ধোনি, রায়না, বিরাট সবারই কন্যাসন্তান, 'এ তো ভবিষ্যতের মহিলা ক্রিকেট টিম', বলছেন অমিতাভ
১৬ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন! শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের পোস্ট ঘিরে জল্পনা
ফোনে আড়ি পাতা হচ্ছে দাবি শোভনের, 'ভিত্তিহীন' অভিযোগ বলে ওড়াল তৃণমূল