New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/shah-rukh-khan-bard-of-blood-759.jpg)
নেটফ্লিক্সের প্লাটফর্মে এবার কিং অফ রোমান্স।
নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে এবার কিং অফ রোমান্স। নতুন সিরিজ বার্ড অফ ব্লাডে অভিনয় করবেন তিনি। যেটা প্রযোজনার দায়িত্ব বর্তেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ওপর। অভিনেতা ইমরান হাশমি এই ওয়েব সিরিজের মাধ্যমেই ডেবিউ করছেন নেটফ্লিক্সে।
নেটফ্লিক্সের প্লাটফর্মে এবার কিং অফ রোমান্স।
রবিবার ফ্লোরে এল ব্র্যাড অফ ব্লাড। অভিনেতা-প্রযোজক ও সুপারস্টার শাহরুখ খান ভীষণ উত্তেজিত এই সিরিজ নিয়ে। যেটা প্রযোজনার দায়িত্ব বর্তেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ওপর। অভিনেতা ইমরান হাসমি এই ওয়েব সিরিজের মাধ্যমেই ডেবিউ করছেন
লেহ-তে শুটিং হবে এই সিরিজের। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে গৌরব ভর্মা লেখেন, "বড় দিন! ১৮ মাসের হার্ড ওয়ার্ক এবার ক্যামেরার সামনে। ব্র্যাড অফ ব্লাডের প্রথম দিনের শুটিং। ইমরান হাসমি, ঋভু দাশগুপ্ত ও শাহরুখ খান রয়েছেন এই জার্নিতে। ধন্যবাদ রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, নেটফ্লিক্স ইন্ডিয়া ও শাহরুখ খানকে।"
This is one of the most exciting stuff Red Chillies & ur team is doing my man. Love to u all. https://t.co/gKlUM7xYig
— Shah Rukh Khan (@iamsrk) October 14, 2018
তারপরেই নিজের আনন্দের কথা জানান বলিউড বাদশা। টুইট করে তিনি বলেন, "এটা আমার জন্য সবথেকে খুশির বিষয়। রেড চিলিজ ও আমাদের টিম একসঙ্গে কাজ করছে। সবাইকে ভালবাসা।"
বিলাল সিদ্দিকির উপন্যাস দ্য ব্র্যাড অফ ব্লাডের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই সিরিজ। ভারতীয় উপমহাদেশকে ভিত্তি করে লেখা হয়েছিল এই বইটি। কবীর আনন্দ, বরখাস্ত হওয়া একজন স্পাই। পরে পঞ্চগনির শেক্সপিরিয়ান প্রফেসর হয়ে যান। বিভিন্ন ভাষায় তাঁরই গল্পের বুনন এই সিরিজে।
Read in English,Netflix’s Bard of Blood goes on floors in Leh; Shah Rukh Khan shares his excitement