চরিত্র যাই হোক, রাধিকা আপ্তে থাকবেনই। সম্প্রতি নেটফ্লিক্সের সমস্ত সিরিজে রাধিকার মুখ দেখানো নিয়ে স্যোশাল মিডিয়াতে শুরু হয়েছে ট্রোল। কিছুদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হরর সিরিজ 'ঘুল'। বেশ প্রশংসাও পেয়েছে রাধিকা অভিনীত এই সিরিজটি। তবে শুধু নেটিজেনরাই নয়, নেটফ্লিক্স নিজেও বুঝতে পেরেছে রাধিকার রমরমা। এবং মজা করে একটি ভিডিও বানিয়ে ফেসবুক এবং ইনস্টাতে শেয়ার করেছে। তাতে ক্যাপশনে লেখা ”হোয়াটএভার দ্য রোল, রাধিকা হ্যায়।” দেখুন স্যোশাল মিডিয়ার সেসব ট্রোল। রইল নেটফ্লিক্সের বানানো ভিডিওটিও।
ফেসবুকে ভাইরাল হওয়া একটি মিম।
নেটফ্লিক্স নিয়ে এমনই কিছু মিম ঘুরছে স্যোশাল সাইটে।
শুধু ফেসবুকেই নয়। টুইটারেও এ নিয়ে মজা করেছেন অনেকেই। দেখুন।