রাধিকা আপ্তেকে নিয়ে ট্রোল নেটফ্লিক্সের, গা ভাসালো স্যোশাল মিডিয়াও!

চরিত্র যাই হোক, রাধিকা আপ্তে থাকবেনই। সম্প্রতি নেটফ্লিক্সের সমস্ত সিরিজে রাধিকার মুখ দেখানো নিয়ে স্যোশাল মিডিয়াতে শুরু হয়েছে ট্রোল।

চরিত্র যাই হোক, রাধিকা আপ্তে থাকবেনই। সম্প্রতি নেটফ্লিক্সের সমস্ত সিরিজে রাধিকার মুখ দেখানো নিয়ে স্যোশাল মিডিয়াতে শুরু হয়েছে ট্রোল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চরিত্র যাই হোক, রাধিকা আপ্তে থাকবেনই। সম্প্রতি নেটফ্লিক্সের সমস্ত সিরিজে রাধিকার মুখ দেখানো নিয়ে স্যোশাল মিডিয়াতে শুরু হয়েছে ট্রোল। কিছুদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হরর সিরিজ 'ঘুল'। বেশ প্রশংসাও পেয়েছে রাধিকা অভিনীত এই সিরিজটি। তবে শুধু নেটিজেনরাই নয়, নেটফ্লিক্স নিজেও বুঝতে পেরেছে রাধিকার রমরমা। এবং মজা করে একটি ভিডিও বানিয়ে ফেসবুক এবং ইনস্টাতে শেয়ার করেছে। তাতে ক্যাপশনে লেখা ”হোয়াটএভার দ্য রোল, রাধিকা হ্যায়।” দেখুন স্যোশাল মিডিয়ার সেসব ট্রোল। রইল নেটফ্লিক্সের বানানো ভিডিওটিও।

Advertisment

radhika apte ফেসবুকে ভাইরাল হওয়া একটি মিম।

netflix নেটফ্লিক্স নিয়ে এমনই কিছু মিম ঘুরছে স্যোশাল সাইটে।

Advertisment

শুধু ফেসবুকেই নয়। টুইটারেও এ নিয়ে মজা করেছেন অনেকেই। দেখুন।

web series