/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/sacred-games-7591.jpg)
নেটফ্লিক্স সিন্ধান্ত নিয়েছে বিক্রমাদিত্য মোতওয়ানে ও অনুরাগ কাশ্যপের সঙ্গে সেক্রেড গেমস টুয়ে একসঙ্গে কাজ করবে
নিজস্ব তদন্তের পর স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্স সিন্ধান্ত নিয়েছে অনুরাগ কশ্যপ ও বিক্রমাদিত্য মোতওয়ানের সঙ্গে একসঙ্গে কাজ এগোবে তারা। ফ্যান্টম ফিল্মসের এক মহিলা কর্মী অনুরাগ কশ্যপ ও বিক্রমাদিত্য মোতওয়ানের পার্টনার বিকাশ বহেলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলে অনিশ্চয়তার মুখে পড়েছিল সেক্রেড গেমসের দ্বিতীয় সিজনের ভবিষ্যত। অভিযোগ সামনে আসার পরই ফ্যান্টম ফিল্মস বন্ধ হয়ে যায়। অনুরাগ ও বিক্রমাদিত্যর বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন বিকাশ বহেল।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/sacred-games-7595.jpg)
নেটফ্লিক্সের তরফে একটি বিবৃতিতে জানান হয়েছে, ''একটি স্বাধীন তদন্তের পর নেটফ্লিক্স সিন্ধান্ত নিয়েছে বিক্রমাদিত্য মোতওয়ানে ও অনুরাগ কাশ্যপের সঙ্গে সেক্রেড গেমস টুয়ে একসঙ্গে কাজ করবে। আমাদের প্রোডাকশন পার্টনারদের তরফ থেকে নিশ্চিত হওয়ার পরই সুস্থ পরিবেশে কাজ করার আশ্বাসে একসঙ্গে কাজ করা শুরু করতে চলেছি''।
আরও পড়ুন, #MeToo: অনু মালিকের বিরুদ্ধে বিস্ফোরক আলিশা চিনয়
পিটিআই জানিয়েছে নেটফ্লিক্স সেক্রেড গেমসের দ্বিতীয় সিজনে বরুণ গ্রোভারের সঙ্গেও কাজ করছেন। বরুণও যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত। বিক্রম চন্দ্রের লেখা উপন্যাসকে ভিত্তি করে তৈরি হয়েছিল সেক্রেড গেমসের প্রথম সিজন। অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালনা করেছিলেন এই সিরিজের। আর চিত্রনাট্য লিখেছিলেন বরুণ চন্দ্র, স্মিতা সিং ও বসন্ত নাথ। সইফ আলি খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি, রাধিকা আপ্তের মতো শিল্পীরা কাজ করেছিলেন এই সিরিজে। বিদেশে ও দেশে এই সিরিজ প্রশংসিত হয়েছে। রটন টমাটোস একে নব্বই শতাংশ রেটিং দিয়েছিল।
Read full story in English