বুধবার রাতেই করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন দেব-রুক্মিণী (Dev-Rukmini)। তখন থেকেই উদ্বিগ্ন সাংসদ-অভিনেতার বন্ধু, সহকর্মীরা। সকলেই অহরহ খোঁজ নিয়ে চলেছেন। অনুরাগীদের অন্দরমহলেও গুঞ্জন, তাহলে কি আইসোলেশন পিরিয়ডে একসঙ্গেই রয়েছেন দু’জন? সেই কৌতূহল অবশ্য মিটিয়েছেন অভিনেত্রী নিজেই। তবে খানিক পরোক্ষভাবে। তবে কোভিড শরীরের থাবা বসালেও তুই তারকার রসিক মনে প্রভাব ফেলতে পারেনি। তার প্রমাণ রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) ইনস্টাগ্রাম প্রোফাইল।
শুক্রবার একটি ছবি পোস্ট করেছিলেন রুক্মিণী। সম্ভবত করোনা আক্রান্ত হওয়ার আগের ছবি। পরনে বাদামী পোশাক। মুখে হাসি। ক্যাপশনে তাঁর কোয়ারেন্টাইন পর্বে যেসব খেতে ইচ্ছে করছে, সেসবও বাতলে দিয়েছেন- আইসক্রিম, কফি, চকোলেট। কিন্তু ক্যাপশন ছেড়ে দেবের (Dev) নজর রুক্মিণীর ছবিতে। কমেন্ট বক্সে লেখেন- “কোয়ারেন্টাইনে একমাত্র তোমাকেই এত সুন্দর লাগে দেখতে…।”
দেবের মন্তব্যের পাল্টা উত্তরে রুক্মিণী হেসেই খুন। বলেন, “তোমাকে ভার্চুয়াল আলিঙ্গন..” অতঃপর কোয়ারেন্টাইনে যে তাঁরা একসঙ্গে কাটাচ্ছেন না, এখানেই পরিস্কার। দেব-রুক্মিণীর এমন রসিক কথোপকথনেই মজেছেন নেটজনতারা।
[আরও পড়ুন: নুসরতের জন্মদিনে ‘সারপ্রাইজ’ যশের! শুভেচ্ছা জানালেন ‘টলিপাড়ার গার্ল গ্যাং’ মিমি, তনুশ্রী, শ্রাবন্তী]
প্রসঙ্গত, দিন দুয়েক আগেই এক সহকর্মীর কাছে কোয়ারেন্টাইনে বিরিয়ানি, মাটন চাপ, ফিরনি খাওয়ার আবদার জানিয়েছেন দেব। খানিক রসিকতা করেই সেই টুইট করেছিলেন। এবার রুক্মিণীর ছবিতেও তাঁর সরস উত্তর নজর কেড়েছে অনুরাগীদের।
উল্লেখ্য, বুধবার সাংসদ-অভিনেতা দেব জানিয়েছিলেন, “শেষমেষ কোভি়ড পরীক্ষার ফল হাতে পেয়েছি। হ্যাঁ, আমিও করোনায় আক্রান্ত। কিন্তু কোনওরকম উপসর্গ নেই। বাড়িতেই নিভৃতাবাসে রয়েছি।” অন্যদিকে কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর রুক্মিণী মৈত্র জানিয়েছিলেন, “আপনাদের সকলকে জানাচ্ছি আমি কোভিডে আক্রান্ত। হোম আইসোলেশনে রয়েছি। আমাদের পারিবারিক চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাচ্ছি। এটা কঠিন পরীক্ষার সময়। তাই মনকে শক্ত রাখা প্রয়োজন। মাস্ক পরুন সকলে। আশা করি, খুব শিগগিরিই সুস্থ হয়ে উঠব।”
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন