বুকের খাঁজে ঝুলছেন হিন্দু-দেবী! ‘নির্লজ্জ, অশ্লীল..’ ভয়ঙ্কর বিতর্কে তাপসী পান্নু

মারাত্মক কটাক্ষের শিকার অভিনেত্রী..।

Tapsee Pannu, Tapsee Pannu news, Tapsee Pannu trolled, Tapsee Pannu fashion, bollywood news, তাপসী পান্নু, বলিউড নায়িকাদের ফ্যাশন, বলিউডের খবর
তাপসী পান্নুর বিরুদ্ধে মামলা দায়ের BJP বিধায়কের ছেলের

সমালোচনা, কটাক্ষের শিকার হলেও নিজের শর্তে বাঁচেন তাপসী পান্নু। সুপারস্টার হিরোইন না হয়েও অভিনয়ের জোরে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। এবার সেই নায়িকার-ই কিনা মুখ পুড়ল বিতর্কে!

সম্প্রতি এক ফ্যাশন শোয়ে যেরকম পোশাকে দেখা গিয়েছে তাপসী পান্নুকে (Tapsee Pannu), সেটাই এখন নেটপাড়ার নীতিপুলিশদের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নায়িকার পোশাক তো বটেই এমনকী গয়নার ডিজাইন দেখেও নেটপাড়ায় প্রায় গেল গেল রব!

প্রসঙ্গত মুম্বইয়ের এক জনপ্রিয় ফ্যাশন শোয়ে সম্প্রতি ব়্যাম্প মাতিয়েছেন তাপসী পান্নু। ডিজাইনার মনীশা জয়সিংহের তৈরি গাউন পরেই মার্জার সরণিতে গ্ল্যামারের দ্যুতি ছড়ালেন অভিনেত্রী। তবে ফ্যাশনিস্তারা তাপসীর এমন স্টাইল স্টেটমেন্ট দেখে প্রশংসায় ভরিয়ে দিলেও একপক্ষ কিন্তু বেজায় আপত্তি তুলেছেন। আসলে ঠাকুর-দেবতা নিয়ে এমন রসিকতা তাঁদের না-পসন্দ।

সম্প্রতি তাপসী পান্নু সেই ছবি নেটপাড়ায় শেয়ার করতেই বিতর্কের দাবানল! অভিনেত্রীকে দেখা গেল পরনে লাল গাউনে। খোলা কোঁকড়া চুল। সঙ্গে গলায় সোনালি রঙের ভিন্ডেজ স্টাইলের বিরাটাকার নেকপিস। বক্ষবিভাজিকার মাঝখান থেকে ঝুলছে একেবারে প্রায় পেট পর্যন্ত। উন্মুক্তপ্রায় পোশাকে হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দেন তাপসী। তবে নেটপাড়ার নজরে পড়ে অভিনেত্রীর গলার হারের ডিজাইন। তা নিয়েই যত্ত শোরগোল!

[আরও পড়ুন: বাংলা সিনেমার রেকর্ড, হলিউডি ভিড়ে টাইম স্কোয়ারের ‘দানবীয়’ বিলবোর্ডে ‘দোস্তজী’র টিজার]

আসলে তাপসী পান্নুর পরনে সেই নেকপিসের মাঝখানে যে মূর্তি রয়েছে, তা কোনও হিন্দু দেবীর। অনেকেই সেটাকে দেবী লক্ষ্মীর মূর্তি বলে দাবি করেছেন। অতঃপর নেটিজেনদের রোষানলে বেদম হারে কটুক্তিও শুনতে হল তাপসীকে। কারও মন্তব্য, ‘অপবিত্রভাবে হিন্দু দেবীকে গয়নায় মাধ্যমে ধারণ করেছেন তাপসী।’ কেউ বা আবার বলছেন, ‘এটা মারাত্মক অশ্লীলতা।’ কারও মন্তব্য, ‘শরীর দেখাচ্ছেন দেখান, তবে আমাদের হিন্দু দেবীর মূর্তি বসানো গয়না পরেছেন কেন?’ কারও নিশানায় আবার দেবীমূর্তি লকেটের জায়গা, যা কিনা তাপসীর বুকের খাঁজ বরাবর ঝুলছে। তাপসী পান্নু যে নেটপাড়ায় আগুন ধরিয়ে দিয়েছেন, তা বলাই বাহুল্য।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Netizen slams tapsee pannu for wearing hindu goddess neckpiece on cleavage

Next Story
আর দেরি নয়, সামনেই গাঁটছড়া বাঁধবেন উদয়-অনামিকা! বিয়ের তারিখটি কবে?
Exit mobile version