scorecardresearch

বড় খবর

‘নরকে যা..’, গেরুয়া বসনে শিবরাত্রি করে ভয়ঙ্কর কটাক্ষের শিকার সারা আলি খান

‘মুসলিম হয়ে হিন্দু দেবতার পুজো..’, মারাত্মক খোঁচা অভিনেত্রীকে।

Sara Ali khan, Maha Shivratri, Maha Shivratri 2023, Bollywood Maha Shivratri, Sara Ali khan trolled, bollywood news, সারা আলি খান, মহাশিবরাত্রি, তারকাদের শিবরাত্রি, বলিউডের খবর
শিবরাত্রি পালন করলেন সারা আলি খান

নবাব পরিবারের মেয়ে হয়েও হিন্দু দেবতার পুজো করেন সারা আলি খান। গণেশ চতুর্থী থেকে দিওয়ালি, শিবরাত্রি.. বরাবরই সব উৎসবে শামিল হন অভিনেত্রী। যার জেরে অবশ্য খোঁটাও কম শুনতে হয়নি সারাকে। তবে দমে যাওয়ার পাত্রী নন, একেবারে সংস্কারি কন্যার মতোই এবারও শিবরাত্রি পালন করলেন নবাব-কন্যা। আর তার মাশুলও গুণতে হল।

শিবরাত্রির দিন মহাদেবের আরাধনা করে ভয়ঙ্কর আক্রমণের মুখে পড়তে হল সারা আলি খানকে। অভিনেত্রীর দেব-দেবীতে ভরপুর মন। যেখানেই যান না কেন, শুটের অবসরে ঠিক মন্দিরে ঢুঁ মারেন। ভক্তিভরে পুজো দিয়ে আসেন। কেদারনাথ থেকে কাশী বিশ্বনাথ ধাম, কামাক্ষ্যা মন্দির, উজ্জিয়িনীর মহাকালেশ্বর মন্দির একাধিক তীর্থক্ষেত্র চষে ফেলেছেন সারা।

মুসলিম পরিবারের মেয়ে হয়েও সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাসী সারা আলি খান। মা অমৃতা হিন্দু হওয়ায় ছোট থেকেই হিন্দু উৎসব পালন করেন অভিনেত্রী। আজ শিবরাত্রির দিনও তার অন্যথা হয়নি। তবে মহাদেবকে স্মরণ করলেও খোঁটা শুনতে হল তাঁকে।

শনিবার মহাদেবের একাধিক তীর্থক্ষেত্রে যেখানে যেখানে সারা আলি খান গিয়ে পুজো দিয়ে এসেছেন, সব জায়গারই একটা করে ছবি দিয়েছেন। আর ইনস্টাগ্রামে সেই পোস্ট শেয়ার করতেই আক্রমণবাণ ধেয়ে এল অভিনেত্রীর দিকে। এমনকী একথাও শুনতে হল যে, মুসলিম হয়ে শিব পুজো, জাহান্নমে যাহ..। কেউ বললেন, নরকে জায়গা হবে। কারও উপদেশ- হয় মুসলিম হও নয় তো হিন্দু..।

[আরও পড়ুন: ‘বেশ্যারাই রানি..’ বনশালির জাদুতে ‘হীরামণ্ডী’র ঝলকে দুর্ধর্ষ রিচা, সোনাক্ষী, মণীষা কৈরালারা]

এই অবশ্য প্রথম নয়, এর আগেও নিজের বাড়িতে গণেশ পুজো করে কটাক্ষের শিকার হন সারা আলি খান। তবে এসব শুনেও পুজোপালিতে কোনওদিনই ইতি টানেননি অভিনেত্রী। মন্দির, মসজিদ, গির্জা থেকে গুরুদ্বারা সমস্তরকম ধর্মীয় স্থানেই যান তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Netizen trolled sara ali khan for celebrating maha shivratri