Vivek Oberoi, Exit Poll: আগামী ২৩ মে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। গতকাল ১৯ মে শেষ দফার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নির্বাচন শেষ হতেই সকলের চোখ এখন এক্সিট পোলের দিকে। কোন এক্সিট পোল কতটা নির্ভুল, এই নিয়ে বিতর্ক, মতভেদ রয়েছে। অনেক সময়েই এক্সিট পোলের পরিসংখ্যান নির্বাচনের ফলাফলের থেকে অনেকটাই আলাদা হয়। আবার ওপিনিয়ন পোলের সঙ্গেও মিল থাকে না এক্সিট পোলের। নির্বাচনী পরিসংখ্য়ানের এই বিভ্রান্তি নিয়ে মিম তৈরি করাই যায়, কিন্তু এই নিয়ে যে মিম ১৯ মে থেকে ইন্টারনেটে ভাইরাল হয়, তা অত্যন্ত কুরুচিকর বলেই মত অধিকাংশ নেটিজেনের। ২০ মে টুইটারে সেই মিমটি পোস্ট করতেই রোষের মুখে পড়লেন বিবেক ওবেরয়।
ওই মিমে ঐশ্বর্য রায়ের সঙ্গে সলমন খান, অভিষেক বচ্চন এবং বিবেক ওবেরয়ের সম্পর্ক নিয়ে ইঙ্গিত করা হয়েছে। মিমের বক্তব্য় এটাই যে সলমন ও ঐশ্বর্যের সম্পর্ক যদি ওপিনিয়ন পোল হয়ে থাকে, তবে ঐশ্বর্য ও বিবেক ওবেরয়ের সম্পর্ক হল এক্সিট পোল, কিন্তু শেষমেশ ফলাফল হল ঐশ্বর্য ও অভিষেকের বিয়ে। নির্বাচনী পরিসংখ্যান, এক্সিট পোল-ওপিনিয়ন পোলের নানা ধরনের ব্য়াখ্যা যে আসল ফলাফল সম্পর্কে মানুষকে আগাম আভাস দিতে ব্যর্থ, সেটাই বলতে চেয়েছে এই মিম। কিন্তু প্রশ্নটা রুচির। কেন এই ধরনের কুরুচিকর পদ্ধতি অবলম্বন করতে হবে এক্সিট বা ওপিনিয়ন পোলের ব্য়র্থতা বোঝাতে?
আরও পড়ুন: সলমনের বড় প্রিয় আহিল! কত বড় হল অর্পিতার ছেলে?
এই মিমটি টুইট করে বিবেক লেখেন, "হা হা ক্রিয়েটিভ! এর মধ্যে কোনও রাজনীতি নেই... এটাই জীবন!" বলিউডের অনেকেই এই টুইটের তীব্র নিন্দা করেন। সোনম কাপুর লেখেন, "কুরুচিকর এবং নিম্ন মানের পরিচয়।" বলিউডের বাইরেও নিন্দার ঝড় ওঠে বিবেকের এই টুইটটি নিয়ে। ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা লেখেন, "আপনার এই টুইটটি অত্য়ন্ত আশ্চর্যজনক, খুবই বিরক্তিকর।"
দিনভরই টুইটারে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হতে থাকেন বিবেক। অভিষেক ও ঐশ্বর্যের ছবিটিতে যেহেতু তাঁদের কন্যা আরাধ্যাও রয়েছে, সেই নিয়েও তীব্র আপত্তি জানান অনেক নেটিজেনরাই। এই ধরনের নিম্ন মানের মিম-এ শিশুদের ছবি ব্যবহার করা নিঃসন্দেহে অত্যন্ত নিন্দনীয়। তবে এখনও পর্যন্ত টুইটটি ডিলিট করেন নি বিবেক। ক্ষমা প্রার্থনা করে কোনও টুইটও করেন নি অভিনেতা।
আরও পড়ুন: চল্লিশ পেরিয়ে কেমন আছেন ‘তেরে নাম’-নায়িকা?
সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, বিবেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশন। প্রাক্তন বিশ্বসুন্দরীকে নিয়ে এই ধরনের কুরুচিকর 'এক্সিট পোল মিমের' তীব্র বিরোধিতা করেছে কমিশন। তবে ঠিক কতটা কড়া হবে এই পদক্ষেপ, তা এখনও পর্যন্ত জানা যায় নি। অন্যদিকে এই মিমের জন্য বিবেকের কাছে নোটিস পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন।