Advertisment

ঋষি আশেপাশে থাকলে এক মুহূর্তও মনমরা লাগত না: হেমা

Rishi Kapoor: প্রয়াত অভিনেতার সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছেন হেমা মালিনী। আবার অভিনেত্রীর নির্দেশনায় একটি ছবিও করেছিলেন ঋষি কাপুর।

author-image
IE Bangla Web Desk
New Update
Never a dull moment with him Hema Malini fondly remembering Rishi Kapoor

ঋষি কাপুর ও হেমা মালিনীর ছবি ইন্ডিয়ান এক্সপ্রেস আর্কাইভ থেকে।

বলিউডের যে কয়েকটি জুটি ছিল বিরল, তার মধ্যে একটি ঋষি কাপুর ও হেমা মালিনীর। বহু ছবিতেই দুজনে কাজ করেছেন কিন্তু যদি জুটি হিসেবে দেখা যায় তবে ছবির সংখ্যা নিছকই হাতে গোনা। আর সেই কম সংখ্যক ছবির তালিকাতেই রয়েছে আশির দশকের একটি অন্যধারার ছবি। অভিনেতার প্রয়াণে হেমা মালিনী ফিরে গেলেন পুরনো দিনে, জানালেন তাঁর সহ-অভিনেতাকে নিয়ে কিছু অনুভবের কথা।

Advertisment

''ভাবতেই পারি না যে এত প্রাণবন্ত একটা মানুষ আর নেই। ওর সঙ্গে অনেক ছবিই করেছি। তার মধ্যে সবচেয়ে বেশি করে মনে পড়ছে সুখওয়ন্ত ধড্ডার 'এক চাদর মইলি সি'। ওই ছবিতে ঋষি আমার স্বামীর চরিত্রে অভিনয় করেছিল। এছাড়া উল্লেখযোগ্য ছবি আরও আছে, যেমন মনমোহন দেশাইয়ের 'নসিব' (১৯৮১) অথবা রাজ কানওয়ার-এর 'সদিয়াঁ' (২০১০)। আমার পরিচালনায় অভিনয়ও করেছিল ঋষি, 'টেল মি ও খুদা' (২০১১) ছবিতে'', বলেন বলিউড কিংবদন্তি।

আরও পড়ুন: ঋষি কাপুর: বলিউড অভিনেতা সম্পর্কে জানা-অজানা তথ্য

বয়স অনুপাতে ঋষি কাপুর অনেকটাই ছোট হেমা মালিনীর থেকে। তাই ঠিক নায়ক-নায়িকা হিসেবে দেখা যায়নি তাঁদের। 'এক চাদর মইলি সি'-র স্টোরিলাইনটিই ছিল এমন যে সদ্য স্বামী-হারানো রানিকে বিয়ে করতে হয় তার থেকে বয়সে অনেকটা ছোট দেওরকে। রজিন্দর সিং বেদি-র উপন্যাস থেকে নির্মিত এই ছবিটি ঋষি কাপুরের ফিল্মোগ্রাফিতে একটি গুরুত্বপূর্ণ ছবি।

Never a dull moment with him Hema Malini fondly remembering Rishi Kapoor 'এক চাদর মইলি সি' ছবির একটি দৃশ্যে ঋষি কাপুর ও হেমা মালিনী।

''ঋষির সঙ্গে প্রত্যেকটা কথোপকথন এত প্রাণবন্ত হতো। ও আশেপাশে থাকলে এক মুহূর্তও মনমরা লাগত না। নীতু, রণবীর, ঋদ্ধিমা আর পরিবারের অন্যান্য সদস্যদের জন্য আমার সমবেদনা রইল। ঈশ্বর ওঁদের সহায় হোন। প্রথমে ইরফান তার পরে ঋষি, করোনার দিনগুলিতে এই শোকসংবাদগুলি সহ্য করাটা আরও কঠিন হয়ে পড়ছে'', বলেন হেমা, ''ঋষি অসাধারণ অভিনেতা ছিল। ঠিক যখন ভাবছিলাম যে ক্যানসার থেকে সেরে উঠছে, তখনই চলে গেল। ওকে শেষ শ্রদ্ধা জানাতে পারলাম না, এটা আরও কষ্টকর। ওর আত্মার শান্তি কামনা করি।''

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood rishi kapoor
Advertisment