চাইলেই মা হওয়া যায়? তাঁর জন্য যে কত কাঠখড় পোড়াতে হয় সে একজন মেয়েই জানে। কথায় বলে, একজন মায়ের থাকতে হয় ত্যাগ এবং ধৈর্য। কিন্তু বাবার দ্বিতীয় স্ত্রী হিসেবে মায়ের জায়গা পাওয়াটা নিতান্তই সহজ নয়। বিশেষ করে ছেলেমেয়ের মনে জায়গা করে নেওয়ার রাস্তাটা আরও কঠিন।
Advertisment
সুদীপা চট্টোপাধ্যায়, তিনি পরিচিত রান্নাঘর কর্ত্রী হিসাবে। বিবাহ সূত্রে তিনি অগ্নিদেব চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী। পরিবারের সকলের সঙ্গেই তাঁর নিদারুণ সম্পর্ক। শাশুড়ি থেকে বাড়ির জামাই সকলেই সুদীপাকে বেশ আদরে এবং যত্নে রাখেন। তবে, অগ্নিদেবের প্রথম সন্তান আকাশ? তাঁর সঙ্গে কেমন সম্পর্ক তাঁর?
আকাশ এখন নেহাতই ছোট নয়। দুদিন পরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। তাঁর সঙ্গে সৎ মা সুদীপার সম্পর্ক ঠিক কেমন, যে তিনি নাকি মা হয়ে উঠতে পারেন নি তাঁর। প্রকাশ্যেই সেকথা বললেন সুদীপা। এতবছর পরেও মা হয়ে ওঠা সম্ভব হয় নি তাঁর। আজও আকাশ তাঁকে এই জো বলেই ডাকেন? গতকাল ছেলের জন্মদিন উপলক্ষে সুদীপা লিখছেন...
"যখন এই ছোট্ট ছেলেটার সঙ্গে আমার প্রথম দেখা হয় তখন ও স্কুলে পড়ে। ভাগ্য আমাদের এক জায়গায় নিয়ে এসেছে। এখন আমরা দুজনেই ভাল বন্ধু। একে অপরের সমালোচক বলাই বাহুল্য একে ওপরের সমর্থক। তুমি যদি পড়ে যাও আমি তোমার পাশে দাঁড়াব, জানি আমি পড়ে গেলেও তুমি পাশে এসে দাঁড়াবে। আমাদের সম্পর্ককে নাম দেওয়ার কোনও দরকার নেই। আমি তোমার মা কখনোই হতে পারব না। বরং সারাজীবন তোমার এই জো হয়েই থেকে যাব। জন্মদিন ভাল কাটুক।"
মাঝেমধ্যেই সুদীপা পুত্র আদিদেবকে সঙ্গে নিয়ে আকাশ বেড়িয়ে পড়েন এদিক ওদিক। আবার বাড়ির সকলের সঙ্গেও তাঁর বেজায় ভাল সম্পর্ক। রান্নাঘর শেষ হয়েছে বেশ কিছু মা হল। এখন নিজের শাড়ির ব্যবসাতেই মন দিয়েছেন সুদীপা।