স্টার প্লাসের জনপ্রিয় মেগা সিরিয়াল এবার আসছে স্টার জলসায়। তবে হিন্দি ছবির হাস্যকর ডাবিং নয়, তৈরি হচ্ছে রিমেক। মোনালিসা অর্থাৎ অন্তরা বিশ্বাস অভিনীত হিন্দি ধারাবাহিক 'নজর'-এ মোহনা চরিত্রটি জনপ্রিয়। এবার সেই ধারাবাহিকই দেখা যাবে বাংলায়। মোনালিসার জায়গায় মুখ্য ভূমিকায় দেখা যাবে সম্পূর্ণা লাহিড়ীকে। এই ধারাবাহিক পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজীব বিশ্বাস।
মোনালিসাকে মনে আছে নিশ্চয়ই? দুপুর ঠাকুরপো সিজন টু খ্যাত ঝুমা বৌদি। হ্যাঁ, ঝুমা বৌদির ভূমিকায় অভিনয় করেছিলেন মোনালিসা। তারপরে চোখে পড়েন স্টার প্লাসের এই সিরিয়ালের দৌলতেই। হিন্দি ধারাবাহিকের আদলেই তৈরি হচ্ছে বাংলা ধারাবাহিকটি। অন্তত প্রোমো তাই বলছে। ফ্রেম টু ফ্রেম কপি করেছেন রাজীব। গল্প কতটা ভিন্ন হবে সেটা অবশ্য সময় বলবে।
আরও পড়ুন, পর্দায় ডালিয়া ও অর্জুন, সৌজন্যে অভিমন্যুর ‘গুগলি’
আপাতত ছোট্ট ঝলকেই দর্শকের নজর কেড়েছেন সম্পূর্ণা। ধারাবাহিকে দ্বিতীয় মুখ্য চরিত্রে রয়েছেন জন ভট্টাচার্য। মায়ার বাঁধন ধারাবাহিকে আগে অভিনয় করেছেন জন। হিন্দি ধারাবাহিকে ‘অংশ’ চরিত্রটিতে দেখা যায় হর্ষ রাজপুতকে। সেদিক থেকে বিচার করলে বাংলায় ‘নজর’এ নায়কের ভূমিকায় জনের কাস্টিং যুক্তিযুক্ত।
এদিকে বড়পর্দা থেকে ছোটপর্দায় ফিরছেন সম্পূর্ণা। এই খবরেই নড়ে চড়ে বসেছে তাঁর ফ্যানেরা। প্রসঙ্গত, 'তারে আমি চোখে দেখিনি' ধারাবাহিকে ডেবিউ করেছিলেন তিনি, পরে জনপ্রিয় হন বিগ বস বাংলায়। আগামী ১৮মার্চ থেকে স্টার জলসার নিজের কালো জাদুতে বাঙালিকে বশ করতে চলেছেন সম্পূর্ণা। অশুভ শক্তির অন্তরাল থেকে শুভ শক্তির জয় হবে কিনা তা জানার জন্য 'নজর' রাখতে হবে রাত ১০.৩০ টায়।