'হেডকোয়াটার্স লালবাজার'-এ কাহিনিই এবার ওয়েব সিরিজে

অনেক কেসের তারা সহজেই সুরাহা করে ফেলে আবার কোনও কোনও কেসের সন্ধানে বছর কেটে যায় কিন্তু অভিযুক্ত অধরাই থাকে। পেশার সঙ্গে তাদের ব্যক্তিগত জীবনের চড়াই উতরাই পর্দায় দেখানোর চেষ্টা করবেন পরিচালক।

অনেক কেসের তারা সহজেই সুরাহা করে ফেলে আবার কোনও কোনও কেসের সন্ধানে বছর কেটে যায় কিন্তু অভিযুক্ত অধরাই থাকে। পেশার সঙ্গে তাদের ব্যক্তিগত জীবনের চড়াই উতরাই পর্দায় দেখানোর চেষ্টা করবেন পরিচালক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শুটিংয়ে সৌরসেনী মিত্র।

পুলিশকে বিভিন্ন কেসের সুরাহা করতে দেখেছেন। বাস্তবে, সেলুলয়েডে তো বটেই। কিন্তু কখনও সুযোগ হয়নি তাদের জীবনের গল্প শোনার। এবার সেই অন্দরকাহিনিই জানা যাবে জি ফাইভের পরবর্তী ওয়েব সিরিজে। সায়ন্তন ঘোষালের পরিচালনায় তৈরি হচ্ছে 'হেডকোয়াটার্স লালবাজার'। সিরিজে সৌরসেনীর চরিত্রের নাম মীরা। বাড়ি ও পেশা দুইয়ের ভারসাম্যই বজায় রাখতে হয় তাঁকে।

Advertisment

সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ক্রাইম ড্রামায় দেখা যাবে কৌশিক সেন, সৌরসেনী মিত্র, সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, স্বাগতা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, দিব্যেন্দু ভট্টাচার্য, সুপ্রিয় দত্ত, রঞ্জিনী চক্রবর্তীকে। লালবাজারের হোমিসাইড শাখার পুলিশদের তদন্তের হিসাব-নিকাশ ফুটবে পর্দায়।

souraseni সিরিজের শুটিংয়ে সৌরসেনী ও সায়ন্তন।

Advertisment

আরও পড়ুন, ধর্মঘট হতে পারে সিঙ্গলস্ক্রিনে, সার্ভিস চার্জ ইস্যুতে পথে বসতে পারে ইম্পা

অনেক কেসের তারা সহজেই সুরাহা করে ফেলে আবার কোনও কোনও কেসের সন্ধানে বছর কেটে যায় কিন্তু অভিযুক্ত অধরাই থাকে। তখন তো জবাবদিহিও করতে হয় তাদের। পেশা সঙ্গে তাদের ব্যক্তিগত জীবনের চড়াই উতরাই পর্দায় দেখানোর চেষ্টা করবেন পরিচালক।৮ জুলাই থেকে শুরু হয়েছে 'হেডকোয়াটার্স লালবাজার'-এর শুটিং। এই সিরিজের ক্রিয়েটিভ পরিচালক রংগন চক্রবর্তী। চিত্রগ্রাহক রম্যদীপ সাহা।

tollywood Bengali Cinema web series