Advertisment
Presenting Partner
Desktop GIF

সাত দিনে নয়, ২ দিনেই ধড়কের আয় কুড়ি কোটি

গিরিশ জোহর বলেন প্রথম সপ্তাহের শেষেই প্রায় ২০ কোটি টাকা আয় করতে পারে ‘ধড়ক’। সেখানে কেল্লাফতে ২ দিনেই। বাকি এখনও ৫ দিন।

author-image
IE Bangla Web Desk
New Update
Dhadak box office collection day 2: Dhadak stars newcomer Janhvi Kapoor and Ishaan Khatter. The film has earned Rs 19.75 crore till now.

গত শনিবার ১১.০৪ কোটির ব্যবসা করল ঈশান খাট্টার ও জাহ্নবী কাপুর অভিনীত ধড়ক।

২ দিনে ১৯.৭৫ কোটি আয় করল ধড়ক। প্রথমদিনে বক্স অফিসে ৮.৭১ কোটির ব্যবসা করলেও দ্বিতীয় দিনে ব্যবসার পরিমাণ তার দ্বিগুণেরও বেশি। গত শনিবার ১১.০৪ কোটির ব্যবসা করল ঈশান খাট্টার ও জাহ্নবী কাপুর অভিনীত ধড়ক। বলিউড-ব্যবসা বিশেষজ্ঞ গিরিশ জোহরের ধারণা ছিল প্রথম দিনে ধড়ক ব্যবসা করতে পারে ৬. ৫ কোটি টাকার মতো। তিনি বলেন,“নতুন জুটির বলিউডে আত্মপ্রকাশের শুরুতেই এত বড় ওপেনিং আশাতীত। তবে ধড়ক তিন-চারটে কারণে আলাদা। প্রথমত, শ্রীদেবীর প্রতি সহানুভূতি, দ্বিতীয়ত, জাহ্নবী কাপুর এই ছবিতেই বলিউডে ডেবিউ করছেন, তৃতীয়ত, এই ছবি সইরাত থেকে অনুপ্রাণিত যা ইতিমধ্যেই ব্লকবাস্টার হিট। আর সবশেষে এটা ধর্মা প্রোডাকশনের প্রজেক্ট”। গিরিশ জোহরের অনুমান ছিল প্রথম সপ্তাহের শেষেই প্রায় ২০ কোটি টাকা আয় করতে পারে ‘ধড়ক’। সেখানে ২ দিনেই কেল্লাফতে । বাকি এখনও ৫ দিন।

Advertisment

আরও পড়ুন :Janvi Kapoor, Ishaan Khatter’s Dhadak Movie Review: জাহ্নবী কাপুর অভিনীত এই ছবির বিশ্বাসযোগ্যতায় অভাব রয়েছে

তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন সপ্তাহ শেষে ছবিটি ব্যবসা করতে পারে ৩০ কোটি টাকা। তিনি আরও জানান, বিদেশেও ভালো বাজার করছে এই নতুন জুটির ছবি ধড়ক। বিদেশের বাজারে ২ দিনেই ছবি বাজার করেছে ৫.৯০ কোটি টাকা।

তবে ইন্ডিয়ান এক্সপ্রেস এর চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা বলেছেন, সইরাতের রিমেক করা, তাও আবার বলিউড মেইনস্ট্রিমে। সে কারণে সবসময়েই নজরে ছিল এই ছবি। ২০১৬ র লভ ইন দ্য টাইম অফ কাস্টের সিনেম্যাটিক ভার্সন অনেক বেশি ভোঁতা ও নরম, কারণ বেশি বাস্তববাদিতা আমাদের মেনে নিতে সমস্যা হয়। পর্দার মাধ্যমে সজোরে থাপ্পড় মারার ক্ষিদে সইরাতের পরিচালক নাগরাজ মঞ্জুলের মতো এখনও পর্যন্ত ভারতে ফিল্মমেকারের নেই। একমাত্র এই ধারণার সঙ্গে মানানসই সানাল শশীধরণ। সঙ্গত কারণেই তারা বলিউডে কাজ করেন না। আমার অনেক কিছু প্রত্যাশা ছিল করণ জোহরের প্রোডাকশেনের থেকে- যা পেয়েছি সেটা হল মাজাঘসা করে থালায় সাজানো শিল্পরুচি সম্মত প্রজেক্ট, যার মধ্যে কোনও অনুভূতির লেশ মাত্র নেই।

Dhadak
Advertisment