/indian-express-bangla/media/media_files/2025/05/04/cK2ojxNUTLJvAGmDmhEm.jpg)
ফের একবার গ্রামে গণ্ডগোল?
New Web Series-OTT: একসময় যে গ্রামকে কনটেন্ট থেকে দূরে রাখা হতো, গ্রামের কোন কথাই সামনে আসতো না, এই গ্রাম নিয়েই এখন একের পর এক সিরিজ। রুরাল ইন্ডিয়া বলে যে কিছু একটা হয়, এখানে যে মানুষ বসবাস করেন, কিংবা তাদের সুবিধা-অসুবিধা নিয়ে যে উপন্যাস রচনা হয়ে যাবে, সেকথা শহুরে ইন্ডিয়ার অনেকেই জানতো না। গ্রামের মানুষ কিভাবে দিন কাটান কিংবা সেখানেই বা সরকারি অফিসাররা কিভাবে কাজ করেন, সে প্রসঙ্গে অনেকের ধারণায় ছিল না।
যেদিন থেকে পঞ্চায়েত সিরিজ শুরু হলো, সেদিন থেকে যেন ভারতের গ্রামের অন্দরে ঠিক কী কী হচ্ছে মানুষ জানতে আরো শুরু করলেন। জানার সঙ্গে সঙ্গে তার আগ্রহ দেখাতেও শুরু করলেন। শুধু তাই নয়, মানুষের কাছে গ্রান নিয়েও নানা কৌতূহল বাড়তে শুরু করল। গ্রামের পঞ্চায়েত ব্যবস্থা এবং সেখানকার মুখ্য সচিব থেকে পঞ্চায়েত প্রধান সবকিছুই বেশ অনুপ্রেরণা দিতে শুরু করে সকলকে। এবং মানুষ যেন মুখিয়ে থাকে পঞ্চায়েত সিরিজ দেখার জন্য। ফুলেরা যেন, সকলের নিজেদের গ্রাম হয়ে গিয়েছে।
কিন্তু, এবার পঞ্চায়েত এর মতই গ্রাম নিয়ে আরেকটা সিরিজ আসতে চলেছে। গ্রামের বুকে হাতুড়ে ডাক্তারদের চক্করে মেডিক্যাল অফিসারদের সাধারণত কী অবস্থা হয়, সেই নিয়েই এই নতুন সিরিজ গ্রাম চিকিৎসালয়। এটি এমন এক সিরিজ যেটি নতুন করে গ্রামের এক অন্য দিক দেখাবে। এই সিরিজের বিষয় যে দারুণ আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে, সেকথা পরিষ্কার। এবং দর্শকরা বেশ আনন্দে রয়েছেন, কারণ একের পর এক গ্রামীণ এলাকার সিরিজ আসছে। ফলে, রুরাল ভারতকে অনেকেই জানতে পর যেন নিজের মতো করে। বিশেষ করে, মেডিক্যাল অফিসাররা কমেন্টে জানিয়েছিলেন, এহেন বিষয়ে আরও সিরিজ হলে বেশিরভাগ খুশীই হবেন।
পঞ্চায়েত সিজন ৪ এর টিজার প্রকাশ্যে: গতকাল থেকে প্রকাশ্যে এসেছে এই সিজনের টিজার। এই সিজনে দেখানো হবে, ইলেকশন। ফলে, ফুলেরা একেবারেই উত্তেজিত। প্রধানজ্বির লাউ নাকি ভূষণের তিতো কথা, কোনটা জেতে, সেটাই এবার দেখার। সঙ্গে তো গোটা গ্রামের মানুষ রয়েছেই। জুলাই ২ থেকে দেখা যাবে এই শো!
গ্রাম চিকিৎসালয়ের ট্রেলার: এমন একটি গ্রাম চিকিৎসালয়, যেখানে কোনও কিছুই ঠিক নেই। বরং, ভাঙ্গা চোরা। সেখানে গিয়ে পৌছায় সরকারি এক মেডিক্যাল অফিসার। এখন তাঁকে কী কী ধরনের সমস্যার মধ্যে দিয়ে সরকারি চিকিৎসালয়কে দাঁড় করাতে হয় এটাই দেখার।