Advertisment
Presenting Partner
Desktop GIF

বিয়ের পর দেশে ফিরলেন বাজিরাও-মস্তানি, দেখুন কেমন ছিল সেই গ্র্যান্ড ওয়েলকাম

সব মিলেয়ে বলার অপেক্ষা রাখে না এখনও চলছে দীপবীরের গ্রান্ড ওয়েডিং পর্ব। দেখুন মুম্বই এয়ারপোর্টে কীভাবে দর্শকরা স্বাগত জানালেন দীপ-বীরকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রকাশ্যে এলেন নবদম্পতি। (Photo: Varinder Chawla)

বিয়ের অনুষ্ঠান মিটিয়ে সদ্য দেশে ফিরলেন মিস্টার রণবীর সিং এবং মিসেস রণবীর সিং। সেলেব মহলের এ ছিল বহু প্রতীক্ষিত অনুষ্ঠান। একেবারে কাছের ৪০ জন আত্মীয়কে নিয়ে রাজকীয় সেই বিয়ের এই আসর বসেছিল ইতালির লেক কোমোতে। তবে সাংবাদিকরা ঢুকতে পারেননি, অগত্যা দীপবীরের স্যোশাল সাইটই ভরসা করতে হয়েছে ভক্তকুলকে। ১৪ তারিখের সমস্ত নিয়ম মানার পর ১৫ নভেম্বর উত্তর ভারতীয় রীতিতে বিয়ে করলেন দীপবীর। কোঙ্কনি বিয়ের রীতি মেনে সাদা কাজ ও সোনার গয়নায় সেজেছিলেন নব দম্পতি।

Advertisment

আরও পড়ুন: দীপ-বীরকে অভিনব কায়দায় শুভেচ্ছাবার্তা আমূল ইন্ডিয়ার

ভালোয় ভালোয় মিটে গিয়েছে বিয়ের সমস্ত কাজ এবার মুম্বই এবং ব্যাঙ্গালুরুতে রিসেপশনের পালা। আগেই জানিয়েছিলেন দুই দফায় রিসেপশন পার্টি করবেন তাঁরা। ২১ নভেম্বর বেঙ্গালুর লীলা প্যালেসে প্রথম রিসেপশনের অনুষ্ঠান। আগামী ২৮ নভেম্বর মুম্বইয়ের গ্রান্ড হায়াত-এ আরও একটি রিসেপশনের আয়োজন করেছেন দীপ-বীর। সব মিলেয়ে বলার অপেক্ষা রাখে না এখনও চলছে গ্রান্ড ওয়েডিং পর্ব। দেখুন মুম্বই এয়ারপোর্টে কীভাবে দর্শকরা স্বাগত জানালেন দীপ-বীরকে।

publive-image বিয়ের পর মুম্বই এয়ারপোর্টে নব দম্পতি। (Express Photo: Amit Chakravarty)

publive-image বিয়ের পর এদিনই প্রথম প্রকাশ্যে এলেন তাঁরা। পরনে ম্যাচিং পোশাক। (Photo: Varinder Chawla)

publive-image দীপবীরকে দেখতে আগেভাগেই এয়ারপোর্টে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। (Express Photo: Amit Chakravarty)

publive-image এয়ারপোর্টে তাঁদের ঘিরে দাড়িয়ে রয়েছেন ফ্যানরা। (Express Photo: Amit Chakravarty)

publive-image এক দফা বিয়ের অনুষ্ঠান শেষ। ২১ নভেম্বর থেকে শুরু হবে আরেক পর্ব। (Photo: Varinder Chawla) 

বিয়েতে সব্যসাচীর মুখোপাধ্যায়ের ডিজাইনের লাহেঙ্গা এবং গহনায় সেজেছিলেন দীপিকা।  তবে অনেকেই খুশি নন দীপ-বীরের বিয়ের সাজে। ভক্তদের দাবি যে নতুনত্ব তাঁরা আশা করেছিলেন তা নাকি খুঁজে পাননি দীপিকা রণবীরের সাজে। আসলে ছবির চাহিদায় এর আগেও একাধিকবার এমন রাজকীয় সাজে ভক্তরা দেখে ফেলেছেন দীপিকাকে। কাজেই নতুনের যে আশা তাঁরা করেছিলেন সেদিক থেকে বেশ হতাশ হতে হয়েছে সবাইকে। তবে এই বিয়ের আসরে নবদম্পতির হাসি ঘায়েল করেছে অনেককেই। সোশাল সাইটেও ভাইরাল হয়েছে প্রথম প্রকাশিত দীপ-বীরের বিয়ের দুটি ছবি।

Ranveer Singh deepika padukone
Advertisment