এই তো সেদিন ভারতে এসে শালার বিয়েতে এত মজা করলেন, তাহলে হঠাৎ সমাজ মাধ্যমে এত বড় পোস্ট করলেন যে? নিজের কেরিয়ার এবং সঙ্গীত জগৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন প্রিয়াঙ্কার স্বামী নিক। কী এমন লিখলেন তিনি এবং তাঁর ভাইয়েরা?
দিন পাঁচেক আগে তাঁকে দেখা গিয়েছিল, এক্কেবারে ভারতীয় সংস্কৃতির ছাঁচে নিজেকে ভাসিয়ে দিতে। মাথায় পাগড়ি, শালার বিয়েতে মুম্বাই এসে বেশ কিছু যেমন নিয়ম পালন করেছেন, তেমন গান গেয়ে সকলকে দারুণ আনন্দ দিয়েছেন। কেউ কেউ তো এমনও বলেছিলেন নিক যেভাবে প্রিয়াঙ্কার কালচারকে আপন করে নিয়েছেন, সহজে কেউ পারেন না। তাহলে আজ হঠাৎ কী হল, যে নিজেদের পোস্টে নিক এবং তাঁর ভাইয়েরা এমন লিখলেন, যে পরিবার হিসেবে অনেক কিছু আমরা সহ্য করেছি এবং অনেক কিছুর মধ্যে দিয়েই গিয়েছি?
আমেরিকান পপ সঙ্গীত জগতে তাঁদের ব্যান্ড বেশ নামকরা। বহু সঙ্গীত তাঁরা উপহার দিয়েছেন। কিন্তু, পরিবার হিসেবে অনেক কিছু তাঁরা সহ্যও করেছেন। বেশ কিছু বিচ্ছেদ যেমন দেখেছেন তেমন কিছু ব্যাকল্যাশের মধ্যে দিয়েও গিয়েছেন। নিজেদের সম্পর্কের কারণে বেশ কিছু কটাক্ষের শিকার হয়েছেন। তাই, এবার যখন তাঁরা এমন একটি পোস্ট করলেন অনেক ভক্তরা ভয় পেয়ে গিয়েছিলেন। কী এমন লিখেছিলেন তাঁরা...
জোনাস ব্রাদার্সের তরফে সেই পোস্টে লেখা : "আমাদের সমস্ত অনুরাগীদের জন্য, আমরা পরিবার হিসেবে অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি। ২০ বছর ধরে আমরা একসঙ্গে আছি। আমাদের এখনও মনে পরে, সেদিনের কথা যখন আমার পরিবার মিনি ভ্যানে করে সবটাই নিয়ে নিয়ে যে। লোকাল মলে আমরা অনুষ্ঠান করতাম। আমরা আমাদের স্বপ্নকে তাড়া করে, আজ এই জায়গায় গিয়েছি। আমাদের স্বপ্ন ছিল মিউজিক। এবং সেটা সকলের মনের এত গভীরে কানেক্ট করেছে, যেটা সঙ্গীত ছাড়া সম্ভব ছিল না। আমরা অনেক সুন্দর মুহূর্ত এবং সময় কাটিয়েছি আপনাদের সঙ্গে। একসঙ্গে আমরা যেমন ভাল কিছু করেছি, অনেক ভুল করেছি, তেমনই অনেক বিপর্যয় পেরিয়ে এসেছি। আপনারা সবসময় আমাদের জন্য হাজির হয়েছেন। আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন।
আসলে, এই পোস্ট তারা করেছেন ২০ বছর উপলক্ষে। মিউজিক্যাল জার্নির ২০ বছর পার করেছেন তাঁরা। সেকারণেই এই আনন্দ। এবং আগামী ২০ বছর যে এর থেকেও আনন্দে কাটাতে চান সেকথাই তাঁরা বললেন। জোনাস ব্রাদার্সের তরফে আরও বলা হল... "আমরা আমাদের ২০ বছর যাত্রা উদযাপন করছি। এবং সামনের দিনে নতুন কাজের সব তথ্য আসবে। আপনাদের ধন্যবাদ। আগামী ২০ বছর আরও উত্তেজনায় কাটুক আপনাদের সঙ্গে। এদিকে, এই পোস্ট দেখে বেশিরভাগ ভয় পেয়ে গিয়েছিলেন। কেউ ভেবেছিলেন হয়তো বা বিচ্ছেদের পোস্ট। আবার কেউ বললেন...
'ঈশ্বরকে ধন্যবাদ যে এটা ব্রেকাপ এর কথা না।' আবার কারওর কথায়, ভেবেছিলাম হয়তো এটা বিচ্ছেদের পোস্ট। আবার কেউ বললেন, ভেবেছিলাম হয়তো আপনার ব্যান্ড রাখবেন না। আবার কেউ তো কেঁদেই ফেলেছেন। এবং এই ভয় সেকারণেই জন্মেছে, কারণ ২০১৩ সালে তাঁদের ব্যান্ড ভেঙে গিয়েছিল। ২০১৯ সালে তাঁরা আবার একসঙ্গে ফিরে আসেন। এবং তাঁর আগেও একবার এহেন কাণ্ড ঘটিয়েছিলেন তাঁরা।