scorecardresearch

এ কেমন রূপ প্রিয়াঙ্কার, যে দেখেই চোখ কপালে নিক জোনাসের!

ইন্টারন্যাশানাল জামাইবাবুর হতচকিত রূপ দেখে মজাই নিচ্ছেন অনুরাগীরা

nick jonas, priyanka chopra, nick-priyanka

বউ যখন সুন্দরী, বরের হয়তো এরকমই হাল হয়। তিনি মিস ওয়ার্ল্ড বলে কথা, রেড কার্পেট থেকে ক্যাট ওয়াক সবই নখদর্পণে..আর তাই তো প্রিয়াঙ্কাকে দেখে উফ উফ করছেন নিক জোনাস।

বর্তমানে ইতালিতে রয়েছেন নিক এবং প্রিয়াঙ্কা। অভিনেত্রীর নতুন ছবি সিটাডেল এর প্রমোশনে গিয়েছিলেন। পরনে সবুজ ফেদার গাউন, স্মকি মেকাপ … প্রিয়াঙ্কা নিজেকে সাজিয়ে তুলেছেন সাংঘাতিকভাবে। শুধু তাই নয়, রেড কার্পেটে প্যাপসদের সামনেও তাঁকে টেক্কা দেওয়ার ক্ষমতা কারওর নেই। কিন্তু প্রিয়াঙ্কার এই রূপে মুগ্ধ বর নিক জোনাস।

তাঁর যেন চোখ সরছে না। তাই তো, নিজের সোশ্যাল মিডিয়ায় তেমনই এক প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। সামনে প্রিয়াঙ্কা যেন ঠিক স্বর্গীয় অপ্সরা, আর তাঁকে দেখে পলক পড়ছে না নিকের। ভিডিও শেয়ার করে লিখলেন, “উফ! মারাত্মক…!” এই দৃশ্য উপভোগ করেছেন অনুরাগীরাও। ঠিক পারফেক্ট হাসবেন্ড মেটেরিয়াল, নিকের কাণ্ডে যথেষ্ট আনন্দ পেয়েছেন সকলে।

উল্লেখ্য, কিছুদিন আগেই মুম্বাইয়ে NMACC তে জুটিতে হাজির হয়েছিলেন তাঁরা। অটো রিক্সা করে মায়ানগরীতে ঘুরেওছেন। কিন্তু ইতালিতে রোমান্সেও খামতি রাখছেন না তাঁরা। একে অপরকে জড়িয়ে বেশ মুহূর্ত উপভোগ করছেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Nick shared a video womph to priyanka chopra