Nikita Dutta: সালটা ছিল ২০২০। মহামারির আকার নিয়েছিল কোভিড ১৯। করোনাকালে মৃত্যুমিছিলের সাক্ষী থেকেছে গোটা পৃথিবী। করোনার দাপট কিছুটা কমলেও পাঁচ বছর পর ফিরল সেই আতঙ্ক। কোভিড আছড়ে পড়ল মায়ানগরী মুম্বইয়ে। করোনা আক্রান্ত হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও বিগ বস গার্ল শিল্পা শিরোদকার। সোমবার সেই খবর জানানোর পর বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, তিনি সুস্থ হয়ে উঠেছেন। একদিকে যখন শিল্পা সুস্থ হয়েছেন তখন করোনা আক্রান্ত হয়েছেন জুয়েল থিফ খ্যাত অভিনেত্রী নিকিতা দত্ত। তিনি একা নন, সঙ্গী তার মা-ও। সোশ্যাল মিডিয়া পোস্টে সেই কথা জানিয়েছেন নিকিতা।
/indian-express-bangla/media/post_attachments/fce6714d-77c.jpg)
অভিনেত্রী লিখেছেন, 'কোভিড আমাকে আর আমার মাকে হ্যালো বলে স্বাগত জানাতে এসেছে। আশা করি বিনা নিমন্ত্রণের অতিথি অল্পদিনের মধ্যেই বিদায় নেবে। কয়েকদিন কোয়ারেনটাইনে থাকার পর আবার সকলের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে সুস্থ থাকুন।' যে কাজগুলির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন আপাতত সেগুলি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন নিকিতা। মায়ানগরীতে একের পর এক করোনা আক্রান্তের ঘটনা স্বাভাবিকভাবেই সাধারণের মনে উদ্বেগের সৃষ্টি করছে। সিনেমার পাশাপাশি টেলিভিশনেও কাজ করেছেন নিকিতা। এছাড়া ওয়েব সিরিজেও কাজ করেছেন। কবীর সিং, দ্য বিগ বুল, লাস্ট স্টোরিজ-এর মতো বেশ কিছু ছবিতে অভিনয়ের সুবাদে দর্শকের দরবারে জনপ্রিয়তা অর্জন করেছেন।
নিকিতা দত্তের একটা বিরাট ফ্যান ফলোয়ার্সও রয়েছে। এখন তাঁর আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। প্রসঙ্গত, সোমবার কোভিড আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী শিল্পা শিরোদকার। কোভিড পজেটিভের খবর জানিয়ে সতর্কবার্তায় লিখেছিলেন, 'হ্যালো! আমার কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন। সাবধানে থাকুন আর মাস্ক ব্যবহার করুন।' দু'দিন পর অর্থাৎ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট।
ইন্সটা স্টোরির মাধ্যমে হেলথ আপডেট দিলেন শিল্পা। সেখানে কী লিখলেন অভিনেত্রী? প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শিল্পা শিরোদকার লিখেছেন, 'অবশেষে আমি সুস্থ হলাম। যাঁরা আমার প্রতি ভালবাসা প্রদর্শন করেছিলেন, শুভকামনা করেছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। বৃহস্পতিবার ভগবান আমাকে আশীর্বাদ করলেন।' তাঁর সুস্থতার খবরে চিন্তামুক্ত ভক্তরাও। তবে ৫১ বছর বয়সী অভিনেত্রী শিল্পা শিরোদকারের কোভিড আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত ছিল ইন্ডাস্ট্রির সতীর্থরা। অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্সে সোনাক্ষী সিনহা আরোগ্য কামনা করে লিখেছিলেন, 'হায় ভগবান!! নিজের খেয়াল রেখো। দ্রুত সুস্থ হয়ে ওঠো।'
আরও প়ড়ুন কোভিড আক্রান্তের খবর জানিয়েছিলেন ৫১ বছরের শিল্পা, কেমন আছেন অভিনেত্রী?