Actress Admitted ICU: বন্ধুদের সঙ্গে ডিনার পার্টির মাঝেই চরম বিপত্তি! চোখ-মুখ ফুলে একাকার, তড়িঘড়ি ICU-তে অভিনেত্রী

Nikki Tamboli: সেলিব্রিটি মাস্টার শেফ-এ শেষবার দেখা গিয়েছে নিক্কি তম্বলিকে। আর এই শো শেষ হওয়ার একদিন পরই আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল তাঁকে। ইমার্জেন্সি পরিস্থিতিতে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। ফুড অ্যালার্জি কতটা মারাত্মক আকার ধারণ করেছিল সেই ঘটনার কথাই বলেছেন নিক্কি।

Nikki Tamboli: সেলিব্রিটি মাস্টার শেফ-এ শেষবার দেখা গিয়েছে নিক্কি তম্বলিকে। আর এই শো শেষ হওয়ার একদিন পরই আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল তাঁকে। ইমার্জেন্সি পরিস্থিতিতে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। ফুড অ্যালার্জি কতটা মারাত্মক আকার ধারণ করেছিল সেই ঘটনার কথাই বলেছেন নিক্কি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ডিনার পার্টির মাঝেই চরম বিপত্তি!

ডিনার পার্টির মাঝেই চরম বিপত্তি!

Nikki Tamboli admitted to ICU:  নিক্কি তম্বলি, হিন্দি টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। বিগ বস থেকে খতরো কে খিলাড়ির, সেলিব্রিটি মাস্টার শেফের মতো রিয়্যালিটি শোয়ে অংশ নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিকির একটা বিরাট ফ্যান ফলোয়ার্স আছে। সম্প্রতি Pinkvilla-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন ও পপুলার অভিনেত্রী নিক্কি তম্বলি। তিনি জানান, সেলিব্রিটি মাস্টার শেফ-এ শেষবার তাঁকে দেখা গিয়েছে। আর এই শো শেষ হওয়ার একদিন পরই আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল তাঁকে। ইমার্জেন্সি পরিস্থিতিতে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। ফুড অ্যালার্জি কতটা মারাত্মক আকার ধারণ করেছিল সেই ঘটনার কথাই বলেছেন নিক্কি। 

Advertisment

Advertisment

পিঙ্কভিলাকে সাক্ষাৎকার দেওয়ার চারদিন আগে শারীরিক অবস্থা রীতিমতো সংকটজনক ছিল। বন্ধুদের সঙ্গে একটি ডিনার পার্টিতে গিয়েছিলেন। উজ্জ্বল লাল বর্ণের ব্যাকলেস ড্রেসে পার্টিতে গিয়েছিলেন নিকি। সেখানে বন্ধুদের সঙ্গে হইহুল্লোড় করা, খাওয়াদাওয়া করা সবটাই আনন্দের সঙ্গে করেছিলেন। কিন্তু, shellfish খেয়ে তো একেবারে জীবন নিয়ে টানাটানি। তিনি বলেন, 'আমি জানতামই না যে shellfish-এ আমার অ্যালার্জি আছে। কাঁকড়া, চিংড়ি এগুলো খেয়ে যে আমার এইরকম পরিণতি হবে বুঝিনি। আগে কখনও এইরকম হয়নি। চারটে চিংড়ি খাওয়ার পরই অস্বস্তি শুরু হয়। ফুসফুস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ফুসফুসের সঙ্গে চোখ-মুখও ক্রমশ ফুলে যাচ্ছিল। পুরো শরীরে চুলকানি শুরু হয়ে যায়। চোখ-মুখ ফুলে কত বড় দেখাচ্ছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল হুইলচেয়ারে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা আমার পরিস্থিতি দেখে আইসিইউ-তে ভর্তির পরামর্শ দেন।' 

বিগ বস ১৪-এর প্রতিযোগী নিক্কি তম্বলি দু'দিনের জন্য আইসিইউ-তে ভর্তি ছিলেন। নিকির পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছিল যে আইসিইউ-তেই একমাত্র ইমার্জেন্সি পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে ওষুধ দিয়ে চিকিৎসা শুরু সম্ভব। এই ঘটনার পর নিক্কি প্রত্যেককে অনুরোধ করেছেন সকলে যেন তাঁদের অ্যালার্জি টেস্ট করিয়ে নেন। নিজের ওই অবস্থা দেখে ভয় পেয়ে পেয়ে গিয়েছিলেন নিক্কি। তিনি বলেন, 'খুব অতঙ্কিত হয়ে পড়েছিলাম।'

আরও পড়ুন আপনি হুইস্কি লাভার? অজয়ের 'সিঙ্গল মল্ট' ব্র্যান্ডের এক একটি বোতলের দাম কত জানেন?

reality show Bigg Boss 14 Hindi Television Hindi Song hindi serial Nikki Tamboli