Advertisment
Presenting Partner
Desktop GIF

Nilanjana - Jisshu: 'ইশ, একটু যদি সাহস পেতাম!' ৭ বছর আগেই যীশুর কোন সম্পর্কের আন্দাজ পেয়েছিলেন নীলাঞ্জনা?

Jisshu and Nilanjana Divorce: নীলাঞ্জনা জানিয়ে দিয়েছেন যে তিনি নতুন জীবন শুরু করেছেন। মেয়েকে নিয়ে একাই থাকেন। সমাজ মাধ্যমে দারুণ সক্রিয় নীলাঞ্জনা। নিজের ব্যক্তিগত জীবনকে ইঙ্গিত করেই তিনি নানা পোস্ট করতে থাকেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
nilanjana jisshu

Jisshu-Nilanjana: কী লিখছেন নীলাঞ্জনা?

একসময় তাঁকে বলা হত, যীশু সেনগুপ্তএর স্ত্রী। আর এখন তিনি নিনি চিনির মাম্মা নীলাঞ্জনা সেনগুপ্ত। যীশুর সঙ্গে তাঁর বিচ্ছেদের কথা শোনা যাচ্ছে সর্বত্রই। এবং, তাঁর কারণ জনপ্রিয় অভিনেতা নিজেই। অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েই যে নিজের বৈবাহিক অবস্থা খারাপ করেছেন যীশু, একথা অনেকেই জানেন।

Advertisment

আর, নীলাঞ্জনা জানিয়ে দিয়েছেন যে তিনি নতুন জীবন শুরু করেছেন। মেয়েকে নিয়ে একাই থাকেন। সমাজ মাধ্যমে দারুণ সক্রিয় নীলাঞ্জনা। নিজের ব্যক্তিগত জীবনকে ইঙ্গিত করেই তিনি নানা পোস্ট করতে থাকেন। এবারও ব্যতিক্রম না।  বরং তিনি নিজের সাহসের অভাবেই এতদিন কিছু করতে পারেননি, এমনটাই বললেন।

নীলাঞ্জনা সমাজ মাধ্যমে করা ২০১৭ সালের একটি পোস্ট শেয়ার করলেন। যেখানে তাঁর সাহসের কথা উল্লেখিত ছিল। তখন, নীলাঞ্জনা এতটা সাহসী ছিলেন না। কিন্তু, আজ তাঁর সমস্ত ধৈর্য পার হয়ে গিয়েছে। অভিনেত্রী এবং প্রযোজক সমাজ মাধ্যমে যে পোস্ট শেয়ার করেছেন, সেখানে লেখা...

“তুমি জানো, মাঝেমধ্যে তোমার ২০ সেকেন্ডের একটা সাহসের প্রয়োজন হয়। কেবলমাত্র ২০ সেকেন্ডের একটা লজ্জাজনক সাহস। এবং আমি কথা দিচ্ছি, কিছু একটা ভাল আসবেই।” সেই পোস্ট শেয়ার করেই নীলাঞ্জনা লিখছেন...

"ইশ! যদি একটু সাহস পাওয়া যেত তখন। একটু সাহস যদি পেতাম, দেরি হলেও এটাও ঠিক না। তাহলে আজ আমার জীবন অন্যরকম হতো।" একথা অনেকেই জানেন, যে যীশুর সঙ্গে প্রায় ২০-২১ বছর সংসার করেছেন নীলাঞ্জনা। কিন্তু, না! সব শেষ ভাল হয় না। এতবছর পরেও যে সংসার ভাঙতে পারে সেকথা এরাই বুঝিয়ে দিলেন।

প্রসঙ্গত, যীশু টলিপাড়ার মুখ। তাঁকে বর্তমানে দেখা যাবে দেবের খাদান ছবিতে। যদিও, দক্ষিণের ছবিতে এখন তাঁর উপস্থিতি বেশি। অন্যদিকে, দুই মেয়েকে নিয়ে নীলাঞ্জনা এখন একদম নতুন পথে রওনা দিয়েছেন।

 

Nilanjana Chakraborty jisshu sengupta tollywood news tollywood Tollywood Actress
Advertisment