পুণ্য অর্জন করতে কুম্ভে গিয়েছিলেন বেশিরভাগ। তারকাদের মধ্যে অনেকেই শাহী স্নানে অংশ নিয়েছিলেন। তারপর, সেই ঘটনা নিয়েই অক্ষয় কুমার হাসাহাসি করেছেন, তাঁকে এমনও বলতে শোনা গিয়েছে, যে এবার সব বড় বড় লোকেরা আসছেন।
সেরকমই মহাকুম্ভে গিয়েছিলেন নীলাঞ্জনা চক্রবর্তী। শেষ কিছুসময় খুব সমস্যার মধ্যে দিয়েই গিয়েছেন। একে তো গতবছর মা-কে হারিয়েছেন, তাঁর সঙ্গে সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কেও অনেক কিছু ভুগেছেন তিনি। তবে, এখনও সময়টা ভাল যাচ্ছে না। কারণ, তাঁর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বাবার শারীরিক অসুস্থতার খবর পেয়ে তিনি ছুটে আসেন।
নীলাঞ্জনার সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা যোগাযোগ করেছিল। তিনি জানিয়েছেন, "বাবা এখন আগের থেকে অনেকটাই ভাল আছেন। এখন ভয়ের কারণ নেই।"কিন্তু, বাইরে থাকতে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। বাবার শরীর খারাপ শুনেই সিব ছেড়েছুড়ে আসেন তিনি। নীলাঞ্জনা বলেন...
"আমি তো কুম্ভে গিয়েছিলাম, তারপর সেখান থেকে বারানসী গিয়েছিলাম। আমার তো শিবরাত্রির পর আসার কথা ছিল। কিন্তু, বাবা অসুস্থ হয়ে পড়লেন। তারপর যে কী হল...খুব ক্রিটিকাল অবস্থা ছিল। এখন ঠিক আছেন। কিন্তু, বয়স হয়েছে তো, অনেকটা সময় লাগবে এখন রিকোভার হতে।"
প্রসঙ্গে, গতবছর মাঝামাঝি শোনা গিয়েছিল, যীশু সেনগুপ্তর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হচ্ছে তাঁর। এবং নীলাঞ্জনা বাবা- এবং মেয়েকে নিয়ে এখন আলাদা থাকছেন। সমাজ মাধ্যমে নানা ধরণের পোস্ট করেন তিনি। তবে, দুই সন্তানকে নিয়ে যে সুখের সংসার সাজিয়েছেন, সেকথা পরিস্কার।
প্রসঙ্গে, টেলিভিশনের পর্দায় বেশ জনপ্রিয় মুখ তিনি। বেশ কিছু ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে ছিলেন। সকলের সঙ্গেই সু-সম্পর্ক রয়েছে তাঁর।