/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/jissu1.jpg)
nilanjana sengupta - কী বলছেন নিলাঞ্জনা?
নীলাঞ্জনা সেনগুপ্তর হঠাৎ এহেন পোস্টের কারণ কী? সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই তিনি এমন কিছু শেয়ার করলেন যার নানা অর্থ হতে পারে। যেমন?
তিনি সামাজিক কাজ করেন, যীশু সেনগুপ্ত এবং তাঁর যৌথ প্রোডাকশন হাউজের দায়িত্ব নিজের হাতে সামলান। ফ্লোরে মাঝেমধ্যেই হাজির হন তিনি। মেয়েদের সময় দেন। সোশ্যাল মিডিয়ায় খুব কম ছবি দেন। কিন্তু, মেয়েদের সাফল্য থেকে নানা কিছু ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। আর এবার তাঁর পোস্ট দেখে অন্যকিছু আন্দাজ করছেন ভক্তরা।
অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি পোস্ট শেয়ার করলেন। যার বাংলা করলে ঠিক এমন দেখায়, কারওর রাগ নিয়ে তাঁকে বিচার করার আগে, তাঁর অন্দরের ব্যথা খুঁজে বের করার চেষ্টা করুন। তাহলে কি এর পেছনে কোনও রহস্য রয়েছে? সেই বিষয় কিছু জানাননি তিনি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/image.png)
কিছুদিন আগেই এমন রটেছিল যীশু এবং তাঁর নাকি বিচ্ছেদ হতে চলেছে। যদিও সেসব কথা ভুয়ো বলেই জানিয়েছিলেন অভিনেতা। এমনকি, এও বলেছিলেন আমার ঘর ভাঙার কোনও সুযোগই নেই। বরং, সবকিছু বহাল তবিয়তে আছে। নিজের কাজ নিয়ে ব্যস্ত যীশু। তাই তো, এখন মেয়েদের দায়িত্ব সবটাই নীলাঞ্জনার।