Sara Sengupta: 'আমি আর জারা তোমাকে মিস করছি', মাকে ছেড়ে চলে যাচ্ছেন যীশু কন্যা সারা! মন খারাপ নীলাঞ্জনার

Nilanjana On Sara: নীলাঞ্জনা শর্মার বড় মেয়ে সারা সেনগুপ্ত। ব্যাগ গুছিয়ে মা-কে ছেড়ে যেতেই মন খারাপ সেলেব মমের। মেয়ের উদ্দেশে কী লিখলেন নীলাঞ্জনা?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
sadsad

Sara Sengupta: নীলাঞ্জনাকে ছেড়ে চলে গেলেন বড় মেয়ে সারা-ও!

Nilanjana On Sara Sengupta:পথ আলাদা হয়েছে যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার। দুই মেয়েকে নিয়ে আলাদা থাকছেন অভিনেত্রী। এবার মাকে ছেড়ে চলে যাচ্ছেন যীশু কন্যা সারা সেনগুপ্তও! ছোট মেয়ে জারা আর নীলাঞ্জনা তাকে কতটা মিস করছেন সেই দুঃখপ্রকাশ করেছেন তারকা মম। পরনে ক্যাজুয়েল আউটফিট, সঙ্গে দুটি ট্রলি আর ছোট হ্যান্ড ব্যাগ। ছবি দেখে এটা স্পষ্ট যে বেশ অনেকদিনের জন্যই শহর ছাড়ছেন সারা। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল বলিউডে ডেবিউ করতে চলেছেন সারা সেনগুপ্ত। সেই জল্পনা উসকে নীলাঞ্জনা লিখেছেন, 'জারা আর আমি তোমাকে অনেক উৎসাহ দিচ্ছি। আমরা তোমাকে মিস করা শুরু করে দিয়েছি।' 

Advertisment

খোদ ভাইজান যীশু কন্যাকে লঞ্চ করছেন বলেই শোনা যাচ্ছে। খবরের সত্যতা জানতে সারার মা নীলাঞ্জনার সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয়। কিন্তু, তাঁকে ফোনে পাওয়া যায়নি। ইনস্টা স্টোরিতে সারা সেনগুপ্ত নিজেই একটি পোস্ট শেয়ার করে জানিয়েছিলেন তিনি বলিউডে আত্মপ্রকাশ করছেন না। সারার পোস্ট অনুযায়ী, এই খবর একেবারে ভিত্তিহীন। ভবিষ্যতে মুম্বইয়ে কাজের ইচ্ছে থাকলেও আপাতত মডেলিংয়েই পুরোপুরি মনোনিবেশ করতে চান যীশু কন্যা। 

Advertisment

তিনি লিখেছিলেন, 'হাই! আমি আজ এখানে কিছু জিনিসের সত্যতা নিয়ে কথা বলতে এসেছি। কিছু বিষয় স্পষ্ট করে দিতে চাই। ইদানিং এমন কিছু আর্টিকল আমার নজরে এসেছে যেখানে বলা হয়েছে আমি নাকি বলিউডে ডেবিউ করতে চলেছি। এটা আমার ভবিষ্যৎ প্ল্যান। তবে এই মুহূর্তে মডেলিংয়েই মন দিতে চাই। আমি জানি না কী ভাবে এই ভুয়ো খবর ছড়িয়ে পড়ল। শুধু এটুকু বলতে চাই এই খবরের কোনও সত্যতা নেই। সকলের দিন ভাল কাটুক।'

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে অভিনয়ে হাতেখড়ি সারার। ছোট্ট উমার চরিত্রে 'উমা'-য় সারার অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল। অল্প বয়সেই বেশ কিছু আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য মার্জার সরণিতে হেঁটে তাক লাগিয়ে দিয়েছেন যীশু কন্যা। পড়াশোনার পাশপাশি মডেলিংও করেছেন সারা। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয়। বন্ধুদের সঙ্গে আউটিং থেকে ফটোশ্যুটের নানা মুহূর্তের আপডেট দেন বড় পর্দার 'উমা'। এখন শুধু জানার অপেক্ষা ব্যাগ গুছিয়ে কোথায় গেলেন সারা? খুব শীঘ্রই বলিউডের ছবিতে দেখা মিলবে সারা সেনগুপ্তের?

jisshu sengupta Bengali Cinema Bengali Serial Bengali Actor Bengali Actress Bengali Television Bengali Film Bengali serial TRP Bengali Film Industry Nilanjanaa Sharma