/indian-express-bangla/media/media_files/2025/05/10/jcCNsdygKKx9SG34IaeH.jpg)
কাশ্মীরের ভয়ংকর অভিজ্ঞতা ভাগ অভিনেত্রীর
Nimrat Kaur Father Death: দিনটা ছিল ২২ এপ্রিল। পহেলগাঁওয়ে নিরীহ ভারতীয় পর্যটকদের প্রাণ কেড়ে নিয়েছে পাক জঙ্গিরা। পহেলগাঁওকাণ্ডে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি দুর্মুষ করে দিয়েছে ভারতীয় সেনা। ভারত শুধুমাত্র জঙ্গিদের টার্গেট করলেও পাকিস্তান বারবার ভারতের নিরীহ মানুষের উপর আঘাত হানার চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও ভারতের প্রত্যাঘাতে বারবার ব্যর্থ হচ্ছে পাকিস্তান। ভারত-পাক সীমান্তে বাড়ছে উত্তেজনা। দুই দেশের সম্পর্কে চাপান উতর বৃদ্ধি পাওয়ায় ত্রস্ত উভয় দেশের নাগরিক। প্রতি মুহূর্তের আপডেট পেতে মরিয়া দেশের জনগন। এইরকম পরিস্থিতিতে বলি অভিনেত্রী নিমরত কৌর সামনে আনলেন কাশ্মীরের ভয়ংকর ঘটনার কথা। জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন তাঁর বাবা মেজর ভুপেন্দর সিং। ১৯৯৪ সালে শীতকালে নিমরতের বাবাকে জঙ্গিরা অপহরণ করে প্রাণ কেড়ে নিয়েছিলেন।
ETimes-কে দেোয়া সাক্ষাৎকারে নিমরত বলেছিলেন, 'আমার বাবা ছিলেন একজন তরুণ আর্মি মেজর। ভেরিনাগ নামক একটি স্থানে সেনাবাহিনীর সীমান্ত সড়কে নিযুক্ত একজন ইঞ্জিনিয়ার। কাশ্মীরের আমাদের থাকার কোনও বন্দোবস্ত ছিল না। তাই যখন কাশ্মীরে যেতাম আমরা পাটিয়ালাতেই থাকতাম। জঙ্গিরা এমন কিছু দাবি করেছিল যা আমাদের পক্ষে মেটানো সম্ভব হয়নি। সেই হামলার জন্য দায়ী ছিল সন্ত্রাসী সংগঠন হিব-উল-মুজাহিদিন।' সেই ঘটনার কথা শুনলে শরীরে শিহরণ জাগবে।
নিমরত বাবার মৃত্যু প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছিলেন, '১৯৯৪ সালে কাশ্মীরে আমরা ছুটি কাটাতে গিয়েছিলাম। বাবা ওখানে থাকতেন তাই বাবার সঙ্গেও দেখা করাটা উদ্দেশ ছিল। সেই সময়ই হিব-উল-মুজাহিদিন বাবাকে তাঁর কর্মস্থান থেকে অপহরণ করে। তার সাতদিন পর মেরে ফেলে। বাবার তখন বয়স মাত্র ৪৪ বছর। আমরা খবর পেয়ে বাবার মৃতদেন নিয়ে দিল্লি চলে আসি। প্রথমবার দিল্লিতে বাবাকে শায়িত অবস্থায় দেখেছিলাম।'
সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে অভিনেত্রী বলেন, 'সেনারা কিন্তু, দেশের প্রতিটি নাগরিকের পরিবারের অংশ। দেশের সুরক্ষার্থে তাঁরা ঝাঁপিয়ে পড়েন। নিজের জীবনের তোয়াক্কা না করেই আপনাকে সুরক্ষা প্রদান করে। আমি আশাবাদী, আমার বাবার কর্মের জন্য মানুষ নিশ্চয়ই আজও তাঁকে স্মরণ করেন। ভালবাসেন।' বাবার মৃত্যুর পর আর কখনও ভ্যালিতে যাবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, Cannes-এ দ্য লাঞ্চবক্স-এর প্রিমিয়ারের সময় শেষবার গিয়েছিলেন। কিছুদিনের জন্য ভেরিনাগে ছিলেন।