Advertisment

নিমতা কাণ্ডে মমতা সরকারকে 'ধিক্কার' যশের, পাল্টা বিজেপিকে 'হুঁশিয়ারি' নুসরতের

দ্বিতীয় দফা ভোটের মুখে নিমতাকাণ্ড নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। মৃতার ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন দমদমের বিজেপি প্রার্থী! যুযুধান দুই প্রতিপক্ষ শিবিরের যশ-নুসরতের!

author-image
IE Bangla Web Desk
New Update
nimta

একুশে বাংলার মসনদ দখলের লড়াইয়ে যখন তৃণমূল-বিজেপি উভয় শিবিরই কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। ভোটের রাজনীতির উত্তাপে রীতিমতো ফুটছে রাজ্য।এবার দ্বিতীয় দফা ভোটের মুখে সেই আবহের পারদই আরও একধাপ চড়িয়ে দিল নিমতায় ‘আক্রান্ত’ বৃদ্ধা শোভা মজুমদারের মৃত্যু। পদ্ম শিবির যখন নিমতা-কাণ্ডকে হাতিয়ার করে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে পথে নেমেছে, তখন শোভাদেবীর ডেথ সার্টিফিকেট নিয়ে পাল্টা হুঁশিয়ারি হাঁকিয়েছেন তৃণমূলের (TMC) নেতা-মন্ত্রীরা। অভিযোগ, ওই ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন পেশায় চিকিৎসক তথা বিজেপি (BJP) প্রার্থী অর্চনা মজুমদার (Archana Majumdar)। আর তা নিয়েই উত্তাল রাজ্য-রাজনীতির পাশাপাশি যুযুধান যশ-নুসরতের মধ্যে। তৃণমূলের তরফে যখন অর্চনা মজুমদারের পদপ্রার্থী বাতিলের দাবি উঠেছে, তখন সেই প্রেক্ষিতেই গেরুয়া-বাহিনির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। অন্যদিকে মমতা-সরকারকে 'ধিক্কার' জানিয়ে প্রতিবাদ করেছেন চণ্ডীতলার বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত (Yash Dasgupta)।

Advertisment

প্রসঙ্গত, নিমতা-কাণ্ডে (Nimta) মৃতা শোভা মজুমদারের ডেথ সার্টিফিকেটে স্বাক্ষর করার পাশাপাশি নিজের প্রার্থী পদেরও উল্লেখ করেছেন অর্চনা মজুমদার। যিনি কিনা বিধানসভা নির্বাচনে দমদম থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতা করার টিকিট পেয়েছেন। আর এতেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারের প্রার্থীপদ বাতিলের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। সংশ্লিষ্ট ইস্যু নিয়েই এবার দুই প্রতিপক্ষ শিবিরের তারকা সদস্য নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত সোশ্যাল মিডিয়ায় নিজেদের দলের হয়ে হুঁশিয়ারি দিলেন।

শোভাদেবীর ছবি শেয়ার করে টুইটারে যশ লিখেছেন, “যে প্রশাসনের দায়িত্বে এক নির্দোষ মা অত্যাচারিত হয়ে তাঁর প্রাণ হারায়, সেই তৃণমূল প্রশাসনকে আমি ধিক্কার জানাই।” পাল্টা দিতে ছাড়েননি তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানও। তাঁর কথায়, শোভা দেবীর ডেথ সার্টিফিকেটে চিকিৎসকের ডিগ্রির উল্লেখ নেই, কিন্তু তার পরিবর্তে প্রার্থীপদের ঠিক উল্লেখ রয়েছে। বঙ্গবিজেপি সত্যিই আজব! পাশাপাশি বিজেপিকে বহিরাগত তোপ দেগে শোভাদেবীর আত্মার শান্তিকামনা করেছেন নুসরত।

Nimta Victim death Nusrat Jahan Yash Dasgupta bjp tmc West Bengal Assembly Election 2021
Advertisment