/indian-express-bangla/media/media_files/2025/06/09/txHXDkHz7dWtSG6QmdYj.jpg)
রামায়ণে কারা কারা কাজ করছেন? Photograph: (ফাইল চিত্র )
Nitish Tiwari's Ramayan: প্রায় বছর দুয়েক হয়ে গেল নিতীশ তিওারির রামায়ণ নিয়ে চর্চা তুঙ্গে। রণবীর কাপুর রামের চরিত্রে অভিন্য করছেন সেকথা অনেকেই জানেন। এছাড়াও সাই পল্লবী সীতা মায়ের ভুমিকায় কাজ করছেন। সঙ্গে সঙ্গে জানা গিয়েছিল অনেক ঝাড়াই বাছাই করার পর টেলিভিশনের চেনা মুখ রবি দুবে নাকি লক্ষ্মণের ভুমিকায়। এছাড়াও হনুমানের ভুমিকায় দেখা যেতে চলেছে সানি দেওলকে।
দীর্ঘদিন ধরে এই ছবির শুটিং চলছে। নানা সময় নানা কিছু ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। রণবীর এবং পল্লবীর লুক পর্যন্ত ভাইরাল হয়েছে। তবে, এরপর থেকেই আরও আলোচনা। কেউ রণবীরের পুরনো কাণ্ড-কীর্তির কথা এমনকি গোমাংস খাওয়া নিয়েও আপত্তি জানিয়েছিলেন। এও বলেছিলেন যে যিনি এসব খাবারের কথা বলেন, তিনি শ্রীরামের চরিত্রে বেমানান। কিন্তু, বর্তমানে আরও কিছু স্টারকাস্টের কথাও শোনা যাচ্ছে।
রামায়ণ অর্থাৎ বিরাট আয়োজন। এক বড় ধরণের মাল্টিস্টারার মুভি নিয়ে ভাবনা-চিন্তা করতেই হয় পরিচালককে। নিতীশ ঠিক সেটাই করছেন। এমনকি, দেখা যাচ্ছে একেকটা চরিত্রের জন্য যাদের বেছে নেওা হয়েছে তারা কিন্তু, নিজেদের স্থানে যথাযথ। পুরো স্টারকাস্টে রয়েছে দারুন চমক। দক্ষিণ এবং বলিউড মিলেমিশে একাকার এই ছবিতে। আপডেট রইল কে কোন চরিত্রে অভিনয় করছেন? যদিও, সুত্র বলছে এখনও যে যে তারকাদের নির্দিষ্ট চরিত্রে ভাবা হয়েছে, অনেকেই সে সে চরিত্রে কনফার্ম করেননি। তাও রইল তালিকা।
রণবীর কাপুরঃ শ্রী রাম, সাই পল্লবীঃ সীতা, যশঃ রাবণ, সানি দেওলঃ হনুমান, রবি দুবেঃ লক্ষণ, লারা দত্তঃ কৈকেয়ী, রাকুল প্রীত সিংঃ সূর্পণখা, কাজল আগরওয়ালঃ মন্দোদরী, অমিতাভ বচ্চনঃ জটায়ু, অনিল কাপুরঃ জনক রাজা ( Rumor ), মোহিত রায়নাঃ মহাদেব, বিক্রান্ত মাসেঃ মেঘনাদ, কুণাল কাপুরঃ ইন্দ্র, অরুন গোবিলঃ দশরথ, আদিনাথ কোথারেঃ ভরত।
যদিও বা এও জানা যাচ্ছে রাম্যা কৃষ্ণনকে কৌশল্যা চরিত্রে, শিবা চাড্ডাকে সুমিত্রার চরিত্রে এবং ববি দেওলকে কুম্ভকর্ণ হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু, তারা এখনও কনফার্ম করেননি।